Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ২১

Qur'an Surah Ash-Shu'ara Verse 21

আশ-শো'আরা [২৬]: ২১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَفَرَرْتُ مِنْكُمْ لَمَّا خِفْتُكُمْ فَوَهَبَ لِيْ رَبِّيْ حُكْمًا وَّجَعَلَنِيْ مِنَ الْمُرْسَلِيْنَ (الشعراء : ٢٦)

fafarartu
فَفَرَرْتُ
So I fled
অতঃপর আমি পালিয়ে গেলাম
minkum
مِنكُمْ
from you
হ'তে তোমাদের
lammā
لَمَّا
when
যখন
khif'tukum
خِفْتُكُمْ
I feared you
ভয় করেছিলাম তোমাদেরকে
fawahaba
فَوَهَبَ
But granted
অতঃপর দান করলেন
لِى
to me
জন্যে আমার
rabbī
رَبِّى
my Lord
আমার রব
ḥuk'man
حُكْمًا
judgment
প্রজ্ঞা
wajaʿalanī
وَجَعَلَنِى
and made me
এবং আমাকে করলেন
mina
مِنَ
of
অন্তর্ভূক্ত
l-mur'salīna
ٱلْمُرْسَلِينَ
the Messengers
রাসূলদের

Transliteration:

Fafarartu minkum lam maa khiftukum fawahaba lee Rabbee hukmanw wa ja'alanee minal mursaleen (QS. aš-Šuʿarāʾ:21)

English Sahih International:

So I fled from you when I feared you. Then my Lord granted me judgement [i.e., wisdom and prophet hood] and appointed me [as one] of the messengers. (QS. Ash-Shu'ara, Ayah ২১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অতঃপর তোমাদের ভয়ে ভীত হয়ে আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম। অতঃপর আমার রবব আমাকে প্রজ্ঞা দান করলেন, আর আমাকে করলেন রসূলদের একজন। (আশ-শো'আরা, আয়াত ২১)

Tafsir Ahsanul Bayaan

অতঃপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম, তখন আমি তোমাদের নিকট থেকে পালিয়ে গিয়েছিলাম। তারপর আমার প্রতিপালক আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে রসূল করেছেন।[১]

[১] পূর্বে যা কিছু হয়েছে, তা ভুলে যাও। এখন আমি আল্লাহর প্রেরিত রসূল। যদি আমার আনুগত্য কর, তাহলে বেঁচে যাবে, অন্যথা তোমার ধ্বংস সুনিশ্চিত।

Tafsir Abu Bakr Zakaria

‘তারপর আমি যখন তোমাদের ভয়ে ভীত হলাম তখন আমি তোমাদের কাছ থেকে পালিয়ে গিয়েছিলাম। এরপর আমার রব আমাকে প্রজ্ঞা (নবুওয়ত) দিয়েছেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করেছেন।

Tafsir Bayaan Foundation

‘অতঃপর যখন আমি তোমাদেরকে ভয় করলাম, তখন আমি তোমাদের থেকে পালিয়ে গেলাম। তারপর আমার রব আমাকে প্রজ্ঞা দান করলেন এবং আমাকে রাসূলদের অন্তর্ভুক্ত করলেন’।

Muhiuddin Khan

অতঃপর আমি ভীত হয়ে তোমাদের কাছ থেকে পলায়ন করলাম। এরপর আমার পালনকর্তা আমাকে প্রজ্ঞা দান করেছেন এবং আমাকে পয়গম্বর করেছেন।

Zohurul Hoque

''এরপর যখন আমি তোমাদের ভয় করেছিলাম তখন আমি তোমাদের থেকে ফেরার হলাম, তারপর আমার প্রভু আমাকে জ্ঞান দান করেছেন, আর তিনি আমাকে বানিয়েছেন রসূলদের অন্যতম।