Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৮২

Qur'an Surah Ash-Shu'ara Verse 182

আশ-শো'আরা [২৬]: ১৮২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَزِنُوْا بِالْقِسْطَاسِ الْمُسْتَقِيْمِ ۚ (الشعراء : ٢٦)

wazinū
وَزِنُوا۟
And weigh
এবং তোমরা ওজন করবে
bil-qis'ṭāsi
بِٱلْقِسْطَاسِ
with a balance
দিয়ে দাঁড়িপাল্লা
l-mus'taqīmi
ٱلْمُسْتَقِيمِ
[the] even
সঠিক

Transliteration:

Wa zinoo bilqistaasil mustaqeem (QS. aš-Šuʿarāʾ:182)

English Sahih International:

And weigh with an even [i.e., honest] balance. (QS. Ash-Shu'ara, Ayah ১৮২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সঠিক দাঁড়িপাল্লায় ওজন করবে। (আশ-শো'আরা, আয়াত ১৮২)

Tafsir Ahsanul Bayaan

আর সঠিক দাঁড়িপাল্লায় ওজন কর। [১]

[১] অনুরূপ ওজন করার সময় দাঁড়ি মারবে না বরং পূর্ণ ও সঠিক ওজন করো।

Tafsir Abu Bakr Zakaria

‘এবং ওজন করবে সঠিক দাঁড়িপাল্লায়।

Tafsir Bayaan Foundation

‘আর সঠিক দাঁড়ি পাল্লায় ওজন কর’।

Muhiuddin Khan

সোজা দাঁড়ি-পাল্লায় ওজন কর।

Zohurul Hoque

''সঠিক পাল্লায় ওজন করো।