কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১৮০
Qur'an Surah Ash-Shu'ara Verse 180
আশ-শো'আরা [২৬]: ১৮০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَمَآ اَسْـَٔلُكُمْ عَلَيْهِ مِنْ اَجْرٍ اِنْ اَجْرِيَ اِلَّا عَلٰى رَبِّ الْعٰلَمِيْنَ ۗ (الشعراء : ٢٦)
- wamā
- وَمَآ
- And not
- আর না
- asalukum
- أَسْـَٔلُكُمْ
- I ask (of) you
- তোমাদের (নিকট) আমি চাচ্ছি
- ʿalayhi
- عَلَيْهِ
- for it
- জন্যে এর
- min
- مِنْ
- any
- কোনো
- ajrin
- أَجْرٍۖ
- payment
- প্রতিদান
- in
- إِنْ
- Not
- নেই
- ajriya
- أَجْرِىَ
- (is) my payment
- আমার প্রতিদান (অন্য কারো নিকট)
- illā
- إِلَّا
- except
- ছাড়া
- ʿalā
- عَلَىٰ
- from
- নিকট
- rabbi
- رَبِّ
- (the) Lord
- রবের
- l-ʿālamīna
- ٱلْعَٰلَمِينَ
- (of) the worlds
- বিশ্বজগতের
Transliteration:
Wa maaa as'alukum 'alaihi min ajrin in ajriya illaa 'alaa Rabbil 'aalameen(QS. aš-Šuʿarāʾ:180)
English Sahih International:
And I do not ask you for it any payment. My payment is only from the Lord of the worlds. (QS. Ash-Shu'ara, Ayah ১৮০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এ জন্য আমি তোমাদের কাছে কোন প্রতিদান চাই না, আমার প্রতিদান তো রয়েছে একমাত্র জগতসমূহের প্রতিপালকের নিকট। (আশ-শো'আরা, আয়াত ১৮০)
Tafsir Ahsanul Bayaan
আমি তোমাদের নিকট এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্বজগতের প্রতিপালকের নিকটই আছে।
Tafsir Abu Bakr Zakaria
‘আর আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার পুরস্কার তো সৃষ্টিকুলের রব-এর কাছেই আছে।
Tafsir Bayaan Foundation
‘আর আমি এর উপর তোমাদের নিকট কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান কেবল সৃষ্টিকুলের রবের নিকট’।
Muhiuddin Khan
আমি তোমাদের কাছে এর জন্য কোন প্রতিদান চাই না। আমার প্রতিদান তো বিশ্ব-পালনকর্তাই দেবেন।
Zohurul Hoque
''আর আমি এর জন্য তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চাই না, আমার পারিশ্রমিক তো বিশ্বজগতের প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়।