Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১১৭

Qur'an Surah Ash-Shu'ara Verse 117

আশ-শো'আরা [২৬]: ১১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ رَبِّ اِنَّ قَوْمِيْ كَذَّبُوْنِۖ (الشعراء : ٢٦)

qāla
قَالَ
He said
(নূহ) বললো
rabbi
رَبِّ
"My Lord!
"হে আমার রব
inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
qawmī
قَوْمِى
my people
আমার জাতি
kadhabūni
كَذَّبُونِ
have denied me
আমাকে মিথ্যাবাদী বলেছে

Transliteration:

Qaala Rabbi inna qawmee kazzaboon (QS. aš-Šuʿarāʾ:117)

English Sahih International:

He said, "My Lord, indeed my people have denied me. (QS. Ash-Shu'ara, Ayah ১১৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

নূহ বলল- ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় আমাকে প্রত্যাখান করছে। (আশ-শো'আরা, আয়াত ১১৭)

Tafsir Ahsanul Bayaan

নূহ বলল, ‘হে আমার প্রতিপালক! আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।

Tafsir Abu Bakr Zakaria

নূহ বললেন, ‘হে আমার রব! আমার সম্প্রদায় তো আমার উপর মিথ্যারোপ করেছে।

Tafsir Bayaan Foundation

নূহ বলল, ‘হে আমার রব, আমার কওম আমাকে অস্বীকার করেছে’;

Muhiuddin Khan

নূহ বললেন, হে আমার পালনকর্তা, আমার সম্প্রদায় তো আমাকে মিথ্যাবাদী বলছে।

Zohurul Hoque

তিনি বললেন -- ''আমার প্রভু! আমার স্বজাতি আমাকে প্রত্যাখ্যান করেছে।