Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১১৩

Qur'an Surah Ash-Shu'ara Verse 113

আশ-শো'আরা [২৬]: ১১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنْ حِسَابُهُمْ اِلَّا عَلٰى رَبِّيْ لَوْ تَشْعُرُوْنَ ۚ (الشعراء : ٢٦)

in
إِنْ
Verily
নয়
ḥisābuhum
حِسَابُهُمْ
their account
তাদের হিসাব (অন্য কারো নিকট)
illā
إِلَّا
(is) but
এ ছাড়া
ʿalā
عَلَىٰ
upon
উপর (দায়িত্ব)
rabbī
رَبِّىۖ
my Lord
আমার রবের
law
لَوْ
if
যদি
tashʿurūna
تَشْعُرُونَ
you perceive
তোমরা অনুভব করো

Transliteration:

In hisaabuhum illaa 'alaa Rabbee law tash'uroon (QS. aš-Šuʿarāʾ:113)

English Sahih International:

Their account is only upon my Lord, if you [could] perceive. (QS. Ash-Shu'ara, Ayah ১১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদের হিসাব নেয়া তো আমার প্রতিপালকের কাজ, যদি তোমরা বুঝতে! (আশ-শো'আরা, আয়াত ১১৩)

Tafsir Ahsanul Bayaan

ওদের হিসাব গ্রহণ তো আমার প্রতিপালকেরই কাজ; [১] যদি তোমরা বুঝতে।

[১] অর্থাৎ, তাদের অন্তর ও আমলসমূহের খোঁজ নেওয়ার দায়িত্ব আল্লাহর।

Tafsir Abu Bakr Zakaria

‘তাদের হিসেব গ্রহণ তো আমার রব-এরই কাজ; যদি তোমরা বুঝতে!

Tafsir Bayaan Foundation

‘তাদের হিসাব গ্রহণ তো কেবল আমার রবের দায়িত্বে, যদি তোমরা জানতে’।

Muhiuddin Khan

তাদের হিসাব নেয়া আমার পালনকর্তারই কাজ; যদি তোমরা বুঝতে!

Zohurul Hoque

''তাদের হিসাবপত্র আমার প্রভুর কাছে ছাড়া অন্যত্র নয়, যদি তোমরা বুঝতে!