কুরআন মজীদ সূরা আশ-শো'আরা আয়াত ১০০
Qur'an Surah Ash-Shu'ara Verse 100
আশ-শো'আরা [২৬]: ১০০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَمَا لَنَا مِنْ شَافِعِيْنَ ۙ (الشعراء : ٢٦)
- famā
- فَمَا
- So (now) not
- সুতরাং (আজ) নেই
- lanā
- لَنَا
- we have
- জন্যে আমাদের
- min
- مِن
- any
- (কেউ) মধ্যে হ'তে
- shāfiʿīna
- شَٰفِعِينَ
- intercessors
- সুপারিশকারীদের
Transliteration:
Famaa lanaa min shaa fi'een(QS. aš-Šuʿarāʾ:100)
English Sahih International:
So now we have no intercessors. (QS. Ash-Shu'ara, Ayah ১০০)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কাজেই আমাদের কোন সুপারিশকারী নেই। (আশ-শো'আরা, আয়াত ১০০)
Tafsir Ahsanul Bayaan
পরিণামে আমাদের কোন সুপারিশকারী নেই।
Tafsir Abu Bakr Zakaria
‘অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
Tafsir Bayaan Foundation
‘অতএব, আমাদের কোন সুপারিশকারী নেই’।
Muhiuddin Khan
অতএব আমাদের কোন সুপারিশকারী নেই।
Zohurul Hoque
''সেজন্যে আমাদের জন্য সুপারিশকারীদের কেউ নেই,