কুরআন মজীদ সূরা আল-ফুরকান আয়াত ৩৪
Qur'an Surah Al-Furqan Verse 34
আল-ফুরকান [২৫]: ৩৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلَّذِيْنَ يُحْشَرُوْنَ عَلٰى وُجُوْهِهِمْ اِلٰى جَهَنَّمَۙ اُولٰۤىِٕكَ شَرٌّ مَّكَانًا وَّاَضَلُّ سَبِيْلًا ࣖ (الفرقان : ٢٥)
- alladhīna
- ٱلَّذِينَ
- Those who
- যাদেরকে
- yuḥ'sharūna
- يُحْشَرُونَ
- will be gathered
- একত্র করা হবে
- ʿalā
- عَلَىٰ
- on
- উপর (ভর করে)
- wujūhihim
- وُجُوهِهِمْ
- their faces
- মুখমণ্ডলের তাদের
- ilā
- إِلَىٰ
- to
- দিকে
- jahannama
- جَهَنَّمَ
- Hell
- জাহান্নামের
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- those
- ঐসব লোকের (জন্যে হবে)
- sharrun
- شَرٌّ
- (are the) worst
- নিকৃষ্ট
- makānan
- مَّكَانًا
- (in) position
- অবস্থান
- wa-aḍallu
- وَأَضَلُّ
- and most astray
- ও চূড়ান্তভাবে ভ্রষ্ট হয়েছে
- sabīlan
- سَبِيلًا
- (from the) way
- পথ
Transliteration:
Allazeena yuhsharoona 'alaa wujoohim ilaa jahannama ulaaa'ika sharrum makaananw wa adallu sabeelaa )section 3)(QS. al-Furq̈ān:34)
English Sahih International:
The ones who are gathered on their faces to Hell – those are the worst in position and farthest astray in [their] way. (QS. Al-Furqan, Ayah ৩৪)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
যাদেরকে মুখের ভরে জাহান্নামের পানে একত্রিত করা হবে, তারা মর্যাদার ক্ষেত্রে সবচেয়ে নিকৃষ্ট আর পথের দিক থেকে সবচেয়ে গুমরাহ্। (আল-ফুরকান, আয়াত ৩৪)
Tafsir Ahsanul Bayaan
যাদেরকে মুখে ভর দিয়ে চলা অবস্থায় একত্রিত করা হবে ও জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে, ওদেরই স্থান হবে অতি নিকৃষ্ট এবং ওরাই পথভ্রষ্ট ।
Tafsir Abu Bakr Zakaria
যাদেরকে মুখের উপর ভর দিয়ে চলা অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে, তারা স্থানের দিক থেকে অতি নিকৃষ্ট এবং অধিক পথভ্রষ্ট।
Tafsir Bayaan Foundation
যাদেরকে মুখের উপর ভর দেয়া অবস্থায় জাহান্নামের দিকে একত্র করা হবে। এরা মর্যাদায় অধিক নিকৃষ্ট এবং পথের দিক থেকে সবচেয়ে বেশী পথভ্রষ্ট।
Muhiuddin Khan
যাদেরকে মুখ থুবড়ে পড়ে থাকা অবস্থায় জাহান্নামের দিকে একত্রিত করা হবে, তাদেরই স্থান হবে নিকৃষ্ট এবং তারাই পথভ্রষ্ট।
Zohurul Hoque
তাদের মুখ-থুবড়ে-পড়া অবস্থায় যাদের জাহান্নামের দিকে একত্রিত করা হবে তারাই হবে অবস্থার দিক দিয়ে অতি নিকৃষ্ট আর পথের দিক দিয়ে বড়ই পথভ্রষ্ট।