Skip to content

কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ৯৩

Qur'an Surah Al-Mu'minun Verse 93

আল মু'মিনূন [২৩]: ৯৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ رَّبِّ اِمَّا تُرِيَنِّيْ مَا يُوْعَدُوْنَ ۙ (المؤمنون : ٢٣)

qul
قُل
Say
বলো (দোয়া করো)
rabbi
رَّبِّ
"My Lord!
"হে আমার রব
immā
إِمَّا
If
যদি
turiyannī
تُرِيَنِّى
You should show me
আমাকে দেখাও
مَا
what
যা
yūʿadūna
يُوعَدُونَ
they are promised
তাদের প্রতিশ্রুতি দেয়া হচ্ছে

Transliteration:

Qur Rabbi immmaa turiyannee maa yoo'adoon (QS. al-Muʾminūn:93)

English Sahih International:

Say, [O Muhammad], "My Lord, if You should show me that which they are promised, (QS. Al-Mu'minun, Ayah ৯৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, ‘হে আমার প্রতিপালক! তুমি যদি আমাকে দেখাও (আমার জীবদ্দশায়) যার প্রতিশ্রুতি তাদেরকে দেয়া হয়েছে, (আল মু'মিনূন, আয়াত ৯৩)

Tafsir Ahsanul Bayaan

বল, ‘হে আমার প্রতিপালক! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, তা যদি তুমি আমাকে দেখাতে।

Tafsir Abu Bakr Zakaria

বলুন, ‘হে আমার রব! যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে, আপনি যদি তা আমাকে দেখাতে চান,

Tafsir Bayaan Foundation

বল, ‘হে আমার রব, যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হচ্ছে তা যদি আমাকে দেখাতে চান,

Muhiuddin Khan

বলুনঃ হে আমার পালনকর্তা! যে বিষয়ে তাদেরকে ওয়াদা দেয়া হয়েছে তা যদি আমাকে দেখান,

Zohurul Hoque

বলো -- ''আমার প্রভু! যদি তুমি আমাকে দেখতে দাও যা তাদের ওয়াদা করা হয়েছে, --