কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ৮১
Qur'an Surah Al-Mu'minun Verse 81
আল মু'মিনূন [২৩]: ৮১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
بَلْ قَالُوْا مِثْلَ مَا قَالَ الْاَوَّلُوْنَ (المؤمنون : ٢٣)
- bal
- بَلْ
- Nay
- বরং
- qālū
- قَالُوا۟
- they say
- তারা বলে
- mith'la
- مِثْلَ
- (the) like
- তেমনই
- mā
- مَا
- (of) what
- যা
- qāla
- قَالَ
- said
- বলেছিলো
- l-awalūna
- ٱلْأَوَّلُونَ
- the former (people)
- পূর্ববর্তীরা
Transliteration:
Bal qaaloo misla maa qaalal awwaloon(QS. al-Muʾminūn:81)
English Sahih International:
Rather, they say like what the former peoples said. (QS. Al-Mu'minun, Ayah ৮১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
বরং তারা তাই বলেছিল যা বলেছিল আগের লোকেরা। (আল মু'মিনূন, আয়াত ৮১)
Tafsir Ahsanul Bayaan
বরং পূর্ববর্তীগণ যেমন বলেছিল, তেমনি তারাও বলে।
Tafsir Abu Bakr Zakaria
বরং তারা বলে, যেমন বলেছিল পূর্ববর্তীরা।
Tafsir Bayaan Foundation
বরং তারা তাই বলে যেমনটি পূর্ববর্তীরা বলত।
Muhiuddin Khan
বরং তারা বলে যেমন তাদের পূর্ববর্তীরা বলত।
Zohurul Hoque
এতদসত্ত্বে পূর্ববর্তীরা যেমন বলত তেমনি এরাও বলাবলি করে।