কুরআন মজীদ সূরা আল মু'মিনূন আয়াত ১০৬
Qur'an Surah Al-Mu'minun Verse 106
আল মু'মিনূন [২৩]: ১০৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
قَالُوْا رَبَّنَا غَلَبَتْ عَلَيْنَا شِقْوَتُنَا وَكُنَّا قَوْمًا ضَاۤلِّيْنَ (المؤمنون : ٢٣)
- qālū
- قَالُوا۟
- They (will) say
- তারা বলবে
- rabbanā
- رَبَّنَا
- "Our Lord!
- "হে আমার রব
- ghalabat
- غَلَبَتْ
- Overcame
- বিজয় লাভ করেছিলো
- ʿalaynā
- عَلَيْنَا
- [on] us
- উপর আমাদের
- shiq'watunā
- شِقْوَتُنَا
- our wretchedness
- আমাদের দুর্ভাগ্য
- wakunnā
- وَكُنَّا
- and we were
- এবং আমরা ছিলাম
- qawman
- قَوْمًا
- a people
- জাতি
- ḍāllīna
- ضَآلِّينَ
- astray
- পথভ্রষ্ট
Transliteration:
Qaaloo Rabbanaa ghalabat 'alainaa shiqwatunaa wa kunnaa qawman daaalleen(QS. al-Muʾminūn:106)
English Sahih International:
They will say, "Our Lord, our wretchedness overcame us, and we were a people astray. (QS. Al-Mu'minun, Ayah ১০৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তারা বলবে- ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পরাস্ত করেছিল, আর আমরা ছিলাম এক পথভ্রষ্ট জাতি। (আল মু'মিনূন, আয়াত ১০৬)
Tafsir Ahsanul Bayaan
তারা বলবে, ‘হে আমাদের প্রতিপালক! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল[১] এবং আমরা ছিলাম এক বিভ্রান্ত সম্প্রদায়।
[১] আত্মতৃপ্তি ও কামনা-বাসনা বা কুপ্রবৃত্তি যা মানুষের উপর প্রভাব বিস্তার করে থাকে, তাকে এখানে দুর্ভাগ্য বলা হয়েছে। কারণ, এর পরিণাম সর্বদা দুর্ভাগ্যই হবে।
Tafsir Abu Bakr Zakaria
তারা বলবে, ‘হে আমাদের রব! দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল এবং আমরা ছিলাম এক পথভ্রষ্ট সম্প্রদায়;
Tafsir Bayaan Foundation
তারা বলবে, ‘হে আমাদের রব, দুর্ভাগ্য আমাদেরকে পেয়ে বসেছিল, আর আমরা ছিলাম পথভ্রষ্ট’।
Muhiuddin Khan
তারা বলবেঃ হে আমাদের পালনকর্তা, আমরা দূর্ভাগ্যের হাতে পরাভূত ছিলাম এবং আমরা ছিলাম বিভ্রান্ত জাতি।
Zohurul Hoque
তারা বলবে -- ''আমাদের প্রভু! আমাদের দুর্দশা আমাদের উপরে প্রভাব বিস্তার করেছিল, এবং আমরা পথভ্রষ্ট জাতি হয়ে গিয়েছিলাম।