Skip to content

কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ৩৯

Qur'an Surah Al-Anbya Verse 39

আম্বিয়া [২১]: ৩৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لَوْ يَعْلَمُ الَّذِيْنَ كَفَرُوْا حِيْنَ لَا يَكُفُّوْنَ عَنْ وُّجُوْهِهِمُ النَّارَ وَلَا عَنْ ظُهُوْرِهِمْ وَلَا هُمْ يُنْصَرُوْنَ (الأنبياء : ٢١)

law
لَوْ
If
(হায়) যদি
yaʿlamu
يَعْلَمُ
knew
জানতো
alladhīna
ٱلَّذِينَ
those who
যারা
kafarū
كَفَرُوا۟
disbelieved
অস্বীকার করেছে
ḥīna
حِينَ
(the) time
সে সময়ে (যখন)
لَا
(when) not
না
yakuffūna
يَكُفُّونَ
they will avert
তারা প্রতিরোধ করতে পারবে
ʿan
عَن
from
হ'তে
wujūhihimu
وُجُوهِهِمُ
their faces
তাদের মুখমন্ডলগুলো (সামনের দিক)
l-nāra
ٱلنَّارَ
the Fire
আগুনকে
walā
وَلَا
and not
আর না
ʿan
عَن
from
হ'তে
ẓuhūrihim
ظُهُورِهِمْ
their backs
তাদের পৃষ্ঠসমূহ (পিছনেরর দিক)
walā
وَلَا
and not
আর না
hum
هُمْ
they
তাদের
yunṣarūna
يُنصَرُونَ
will be helped!
সাহায্য করা হবে

Transliteration:

Law ya'lamul lazeena kafaroo heena laa yakuffoona 'anw wujoohihimun Naara wa laa 'an zuhoorihim wa laa hum yunsaroon (QS. al-ʾAnbiyāʾ:39)

English Sahih International:

If those who disbelieved but knew the time when they will not avert the Fire from their faces or from their backs and they will not be aided... (QS. Al-Anbya, Ayah ৩৯)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

অবিশ্বাসীরা যদি (সে সময়ের কথা) জানত যখন তারা তাদের মুখ হতে অগ্নি প্রতিরোধ করতে পারবে না, আর তাদের পিঠ থেকেও না, আর তারা সাহায্যপ্রাপ্তও হবে না। (আম্বিয়া, আয়াত ৩৯)

Tafsir Ahsanul Bayaan

যদি অবিশ্বাসীরা সেই সময়ের কথা জানত, যখন তারা তাদের সম্মুখ ও পশ্চাৎ হতে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না (তাহলে তারা এ কথা বলত না)। [১]

[১] এখানে এর উত্তর ঊহ্য আছে। অর্থাৎ যদি এরা জানত, তাহলে আযাবের জন্য তাড়াতাড়ি করত না অথবা তারা নিশ্চিতরূপে জানত যে, কিয়ামত আসবে অথবা কুফরীর উপর অটল থাকত না বরং ঈমান আনয়ন করত।

Tafsir Abu Bakr Zakaria

যদি কাফেররা সে সময়ের কথা জানত, যখন তারা তাদের চেহারা ও পিঠ থেকে আগুন প্রতিরোধ করতে পারবে না এবং তাদেরকে সাহায্য করাও হবে না (তাহলে তারা সে শাস্তিকে তাড়াতাড়ি চাইত না।

Tafsir Bayaan Foundation

হায়, কাফিররা যদি সে সময়ের কথা জানত, যখন তারা তাদের সামনে ও পেছন থেকে আগুন ফিরাতে পারবে না। আর তাদেরকে সাহায্যও করা হবে না;

Muhiuddin Khan

যদি কাফেররা ঐ সময়টি জানত, যখন তারা তাদের সম্মুখ ও পৃষ্ঠদেশ থেকে অগ্নি প্রতিরোধ করতে পারবে না এবং তারা সাহায্য প্রাপ্ত হবে না।

Zohurul Hoque

যারা অবিশ্বাস পোষণ করে তারা যদি জানত সেই সময়ের কথা যখন তারা আগুন সরিয়ে দিতে পারবে না তাদের মুখের থেকে, আর তাদের পিঠের থেকেও না, আর তাদের সাহায্যও করা হবে না।