Skip to content

কুরআন মজীদ সূরা আম্বিয়া আয়াত ৪০

Qur'an Surah Al-Anbya Verse 40

আম্বিয়া [২১]: ৪০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

بَلْ تَأْتِيْهِمْ بَغْتَةً فَتَبْهَتُهُمْ فَلَا يَسْتَطِيْعُوْنَ رَدَّهَا وَلَا هُمْ يُنْظَرُوْنَ (الأنبياء : ٢١)

bal
بَلْ
Nay
বরং
tatīhim
تَأْتِيهِم
it will come to them
তাদের কাছে আসবে
baghtatan
بَغْتَةً
unexpectedly
হঠাৎ করে
fatabhatuhum
فَتَبْهَتُهُمْ
and bewilder them
অতঃপর তাদেরকে হতভম্ব করে দিবে
falā
فَلَا
then not
তখন না
yastaṭīʿūna
يَسْتَطِيعُونَ
they will be able
তারা সক্ষম হবে
raddahā
رَدَّهَا
to repel it
তা রোধ করতে
walā
وَلَا
and not
আর না
hum
هُمْ
they
তাদের
yunẓarūna
يُنظَرُونَ
will be given respite
অবকাশ দেয়া হবে

Transliteration:

Bal taateehim baghtatan fatabhatuhum falaa yastatee'oona raddahaa wa laa hum yunzaroon (QS. al-ʾAnbiyāʾ:40)

English Sahih International:

Rather, it will come to them unexpectedly and bewilder them, and they will not be able to repel it, nor will they be reprieved. (QS. Al-Anbya, Ayah ৪০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বরং তা তাদের উপর হঠাৎ এসে যাবে আর তা তাদেরকে হতবুদ্ধি করে দেবে। অতঃপর তারা তা রোধ করতে পারবে না, আর তাদেরকে অবকাশও দেয়া হবে না। (আম্বিয়া, আয়াত ৪০)

Tafsir Ahsanul Bayaan

বরং হঠাৎ করেই ওটা তাদের উপর আসবে এবং তাদেরকে হতভম্ব করে দেবে; [১] ফলে তারা ওটা রোধ করতে পারবে না এবং তাদেরকে অবকাশও দেওয়া হবে না। [২]

[১] অর্থাৎ, তারা কিছুই বুঝতে পারবে না যে, তারা কি করবে। (তারা কিংকর্তব্যবিমূঢ় বা হতবুদ্ধি হয়ে পড়বে।)

[২] অর্থাৎ, তাদেরকে তওবা বা ওজর-অজুহাত পেশ করার অবসর দেওয়া হবে না।

Tafsir Abu Bakr Zakaria

বরং তা তাদের উপর আসবে অতর্কিতভাবে এবং তাদেরকে হতভম্ব করে দেবে। ফলে তারা তা রধ করতে পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।

Tafsir Bayaan Foundation

বরং অকস্মাৎ তাদের উপর তা এসে পড়বে। অতঃপর তাদেরকে হতবাক করে দেবে। ফলে তারা তা ফিরাতে সক্ষম হবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।

Muhiuddin Khan

বরং তা আসবে তাদের উপর অতর্কিত ভাবে, অতঃপর তাদেরকে তা হতবুদ্ধি করে দেবে, তখন তারা তা রোধ করতেও পারবে না এবং তাদেরকে অবকাশও দেয়া হবে না।

Zohurul Hoque

বস্তুতঃ তা তাদের উপরে এসে পড়বে অতর্কিতভাবে, ফলে তাদের তা হতবুদ্ধি করে দেবে, সেজন্যে তা এড়াবার ক্ষমতা থাকবে না, এবং তাদের অবকাশও দেওয়া হবে না।