Skip to content

কুরআন মজীদ সূরা ত্বোয়া-হা আয়াত ১২৭

Qur'an Surah Taha Verse 127

ত্বোয়া-হা [২০]: ১২৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَكَذٰلِكَ نَجْزِيْ مَنْ اَسْرَفَ وَلَمْ يُؤْمِنْۢ بِاٰيٰتِ رَبِّهٖۗ وَلَعَذَابُ الْاٰخِرَةِ اَشَدُّ وَاَبْقٰى (طه : ٢٠)

wakadhālika
وَكَذَٰلِكَ
And thus
এবং এরূপেই
najzī
نَجْزِى
We recompense
প্রতিফল দিই আমরা
man
مَنْ
(he) who
(তাকে) যে
asrafa
أَسْرَفَ
transgresses
বাড়াবাড়ি করে
walam
وَلَمْ
and not
এবং না
yu'min
يُؤْمِنۢ
believes
বিশ্বাস করে
biāyāti
بِـَٔايَٰتِ
in (the) Signs
নিদর্শনাবলীর প্রতি
rabbihi
رَبِّهِۦۚ
(of) his Lord
তার রবের
walaʿadhābu
وَلَعَذَابُ
And surely (the) punishment
এবং অবশ্যই শাস্তি
l-ākhirati
ٱلْءَاخِرَةِ
(of) the Hereafter
আখিরাতের
ashaddu
أَشَدُّ
(is) more severe
কঠোরতর
wa-abqā
وَأَبْقَىٰٓ
and more lasting
ও অধিক স্থায়ী

Transliteration:

Wa kazaalika najzee man asrafa wa lam yu'mim bi Aayaati Rabbih; wa la'azaabul Aakhirati ashaddu wa abqaa (QS. Ṭāʾ Hāʾ:127)

English Sahih International:

And thus do We recompense he who transgressed and did not believe in the signs of his Lord. And the punishment of the Hereafter is more severe and more enduring. (QS. Taha, Ayah ১২৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি এভাবেই প্রতিফল দেই তাদেরকে যারা সীমালঙ্ঘন করে এবং তার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস করে না। আর আখিরাতের ‘আযাব অবশ্যই সবচেয়ে বেশী কঠিন ও সবচেয়ে বেশী স্থায়ী। (ত্বোয়া-হা, আয়াত ১২৭)

Tafsir Ahsanul Bayaan

আর এইভাবেই আমি তাকে প্রতিফল দেব, যে সীমালংঘন করেছে ও তার প্রতিপালকের নিদর্শনে বিশ্বাস স্থাপন করেনি। আর পরকালের শাস্তি অবশ্যই কঠোরতর ও চিরস্থায়ী।’

Tafsir Abu Bakr Zakaria

আর এভাবেই আমরা প্রতিফল দেই তাকে যে বাড়াবাড়ি করে ও তার রব এর নিদর্শনে ঈমান না আনে [১]। আর আখেরাতের শাস্তি তো অবশ্যই কঠিনতর ও অধিক স্থায়ী।

[১] এখানে আল্লাহ “যিকির” অর্থাৎ তাঁর কিতাব ও তাঁর প্রেরিত উপদেশমালা থেকে যারা মুখ ফিরিয়ে নেয়। তাদের দুনিয়ায় যে “অতৃপ্ত জীবন” যাপন করানো হয় সেদিকে ইশারা করা হয়েছে। অর্থাৎ এভাবেই যারা আল্লাহর আয়াতসমূহের উপর মিথ্যারোপ ‘করে আমরা তাদেরকে দুনিয়া ও আখেরাতে প্রতিফল দিয়ে থাকি। “তাদের জন্য দুনিয়ার জীবনে আছে শাস্তি এবং আখিরাতের শাস্তি তো আরো কঠোর! আর আল্লাহর শাস্তি থেকে রক্ষা করার মত তাদের কেউ নেই। ” [সূরা আর-রা'দ; ৩৪] [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

আর এভাবেই আমি প্রতিফল দান করি তাকে, যে বাড়াবাড়ি করে এবং তার রবের নিদর্শনাবলীতে ঈমান আনে না। আর আখিরাতের আযাব তো অবশ্যই কঠোরতর ও অধিকতর স্থায়ী।

Muhiuddin Khan

এমনিভাবে আমি তাকে প্রতিফল দেব, যে সীমালঙ্ঘন করে এবং পালনকর্তার কথায় বিশ্বাস স্থাপন না করে। তার পরকালের শাস্তি কঠোরতর এবং অনেক স্থায়ী।

Zohurul Hoque

আর এইভাবেই আমরা প্রতিদান দিই তাকে যে বাড়াবাড়ি করে ও তার প্রভুর নির্দেশাবলীতে বিশ্বাস স্থাপন করে না। আর পরকালের শাস্তি তো বড় কঠোর আর আরো স্থায়ী।