কুরআন মজীদ সূরা আল বাকারা আয়াত ১৭৫
Qur'an Surah Al-Baqarah Verse 175
আল বাকারা [২]: ১৭৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اُولٰۤىِٕكَ الَّذِيْنَ اشْتَرَوُا الضَّلٰلَةَ بِالْهُدٰى وَالْعَذَابَ بِالْمَغْفِرَةِ ۚ فَمَآ اَصْبَرَهُمْ عَلَى النَّارِ (البقرة : ٢)
- ulāika
- أُو۟لَٰٓئِكَ
- Those
- ঐসব লোক
- alladhīna
- ٱلَّذِينَ
- (are) they who
- (তারাই) যারা
- ish'tarawū
- ٱشْتَرَوُا۟
- purchase[d]
- কিনেছে
- l-ḍalālata
- ٱلضَّلَٰلَةَ
- [the] astraying
- ভ্রান্তপথ
- bil-hudā
- بِٱلْهُدَىٰ
- for [the] Guidance
- সঠিকপথের পরিবর্তে
- wal-ʿadhāba
- وَٱلْعَذَابَ
- and [the] punishment
- এবং শাস্তি
- bil-maghfirati
- بِٱلْمَغْفِرَةِۚ
- for [the] forgiveness
- ক্ষমার পরিবর্তে
- famā
- فَمَآ
- So what (is)
- অতঃপর কতই না
- aṣbarahum
- أَصْبَرَهُمْ
- their endurance
- ধৈর্যশীল
- ʿalā
- عَلَى
- on
- উপর
- l-nāri
- ٱلنَّارِ
- the Fire!
- আগুনের
Transliteration:
Ulaaa'ikal lazeenash tarawud dalaalata bilhudaa wal'azaaba bilmaghfirah; famaaa asbarahum 'alan Naar(QS. al-Baq̈arah:175)
English Sahih International:
Those are the ones who have exchanged guidance for error and forgiveness for punishment. How patient they are for [i.e., in pursuit of] the Fire! (QS. Al-Baqarah, Ayah ১৭৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
এরা এমন লোক, যারা হিদায়াতের বিনিময়ে গোমরাহী এবং ক্ষমার বিনিময়ে শাস্তি ক্রয় করেছে, তারা আগুন সহ্য করতে কতই না ধৈর্যশীল! (আল বাকারা, আয়াত ১৭৫)
Tafsir Ahsanul Bayaan
তারাই সুপথের বদলে কুপথ এবং ক্ষমার বদলে শাস্তি ক্রয় করেছে, (দোযখের) আগুনে তারা কতই না ধৈর্যশীল!
Tafsir Abu Bakr Zakaria
তারাই হিদায়াতের বিনিময়ে ভ্রষ্টতা এবং ক্ষমার পরিবর্তে শাস্তি ক্রয় করেছে; সুতরাং আগুন সহ্য করতে তারা কতই না ধৈর্যশীল !
Tafsir Bayaan Foundation
তারাই হিদায়াতের পরিবর্তে পথভ্রষ্টতা এবং মাগফিরাতের পরিবর্তে আযাব ক্রয় করেছে। আগুনের উপর তারা কতই না ধৈর্যশীল।
Muhiuddin Khan
এরাই হল সে সমস্ত লোক, যারা হেদায়েতের বিনিময়ে গোমরাহী খরিদ করেছে এবং (খরিদ করেছে) ক্ষমা ও অনুগ্রহের বিনিময়ে আযাব। অতএব, তারা দোযখের উপর কেমন ধৈর্য্য ধারণকারী।
Zohurul Hoque
এরাই তারা যারা কিনে নেয় হেদায়তের বিনিময়ে ভ্রান্তপথ ও পরিত্রাণের পরিবর্তে শাস্তি। কাজেই কতো তাদের ধৈর্য আগুনের প্রতি!