Skip to content

কুরআন মজীদ সূরা মারইয়াম আয়াত ৩৩

Qur'an Surah Maryam Verse 33

মারইয়াম [১৯]: ৩৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالسَّلٰمُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُّ وَيَوْمَ اَمُوْتُ وَيَوْمَ اُبْعَثُ حَيًّا (مريم : ١٩)

wal-salāmu
وَٱلسَّلَٰمُ
And peace (be)
এবং শান্তি
ʿalayya
عَلَىَّ
on me
আমার উপর
yawma
يَوْمَ
(the) day
যেদিন
wulidttu
وُلِدتُّ
I was born
আমি জন্মলাভ করেছি
wayawma
وَيَوْمَ
and (the) day
ও যেদিন
amūtu
أَمُوتُ
I will die
আমি মরবো
wayawma
وَيَوْمَ
and (the) Day
ও যেদিন
ub'ʿathu
أُبْعَثُ
I will be raised
উত্থিত হবো
ḥayyan
حَيًّا
alive"
জীবিত"

Transliteration:

Wassalaamu 'alaiya yawma wulittu wa yawma amootu wa yawma ub'asu baiyaa (QS. Maryam:33)

English Sahih International:

And peace is on me the day I was born and the day I will die and the day I am raised alive." (QS. Maryam, Ayah ৩৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমার উপর আছে শান্তি যেদিন আমি জন্মেছি, যেদিন আমার মৃত্যু হবে আর আমি যেদিন জীবিত হয়ে উত্থিত হব।’ (মারইয়াম, আয়াত ৩৩)

Tafsir Ahsanul Bayaan

আমার প্রতি শান্তি, যেদিন আমি জন্ম লাভ করেছি ও যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন আমি জীবিত অবস্থায় পুনরুত্থিত হব।’

Tafsir Abu Bakr Zakaria

‘আমার প্রতি শান্তি যেদিন আমি জন্ম লাভ করেছি [১], যেদিন আমার মৃত্যু হবে এবং যেদিন জীবিত অবস্থায় আমি উত্থিত হব।

[১] জন্মের সময় আমাকে শয়তান স্পর্শ করতে পারে নি। সুতরাং আমি নিরাপদ ছিলাম। অনুরূপভাবে মৃত্যুর সময় ও পুনরুত্থানের সময়ও আমাকে পথভ্রষ্ট করতে পারবে না। অথবা আয়াতের অর্থ, সালাম ও সম্ভাষণ জানানো। [ফাতহুল কাদীর] ইবন কাসীর বলেন, এর মাধ্যমে তার বান্দা হওয়ার ঘোষণা দেয়া হচ্ছে। তিনি জানাচ্ছেন যে, তিনি আল্লাহর সৃষ্ট বান্দাদের মধ্য হতে একজন। অন্যান্য সৃষ্টির মত জীবন ও মৃত্যুর অধীন। অনুরূপভাবে অন্যদের মত তিনিও পুনরুখিত হবেন। তবে তার জন্য এ কঠিন তিনটি অবস্থাতেই নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। [ইবন কাসীর]

Tafsir Bayaan Foundation

‘আর আমার উপর শান্তি, যেদিন আমি জন্মেছি এবং যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে জীবিত অবস্থায় উঠানো হবে’।

Muhiuddin Khan

আমার প্রতি সালাম যেদিন আমি জন্মগ্রহণ করেছি, যেদিন মৃত্যুবরণ করব এবং যেদিন পুনরুজ্জীবিত হয়ে উত্থিত হব।

Zohurul Hoque

''আর শান্তি আমার উপরে যেদিন আমার জন্ম হয়েছিল, আর যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে পুনরুত্থিত করা হবে জীবিত অবস্থায়।’’