Skip to content

কুরআন মজীদ সূরা কাহফ আয়াত ৭০

Qur'an Surah Al-Kahf Verse 70

কাহফ [১৮]: ৭০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ فَاِنِ اتَّبَعْتَنِيْ فَلَا تَسْـَٔلْنِيْ عَنْ شَيْءٍ حَتّٰٓى اُحْدِثَ لَكَ مِنْهُ ذِكْرًا ࣖ (الكهف : ١٨)

qāla
قَالَ
He said
সে বললো
fa-ini
فَإِنِ
"Then if
"তাহ'লে যদি
ittabaʿtanī
ٱتَّبَعْتَنِى
you follow me
আমার অনুসরণ করেন
falā
فَلَا
(do) not
তবে না
tasalnī
تَسْـَٔلْنِى
ask me
আমাকে প্রশ্ন করবেন
ʿan
عَن
about
সম্বন্ধে
shayin
شَىْءٍ
anything
কোনো কিছু
ḥattā
حَتَّىٰٓ
until
যতক্ষণ না
uḥ'ditha
أُحْدِثَ
I present
আমি বলি
laka
لَكَ
to you
আপনার জন্য
min'hu
مِنْهُ
of it
তা থেকে
dhik'ran
ذِكْرًا
a mention"
কিছু বর্ণনা"

Transliteration:

Qaala fa init taba'tanee falaa tas'alnee 'an shai'in hattaaa uhdisa laka minhu zikraa (QS. al-Kahf:70)

English Sahih International:

He said, "Then if you follow me, do not ask me about anything until I make to you about it mention [i.e., explanation]." (QS. Al-Kahf, Ayah ৭০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে বলল, ‘আপনি যেহেতু আমার অনুসরণ করতেই চান, তাহলে আপনি আমাকে কোন ব্যাপারেই প্রশ্ন করবেন না যতক্ষণ না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে বলি।’ (কাহফ, আয়াত ৭০)

Tafsir Ahsanul Bayaan

সে বলল, আচ্ছা, ‘তুমি যদি আমার অনুসরণ কর-ই, তাহলে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করো না, যতক্ষণ না আমি সে সম্বন্ধে তোমাকে কিছু বলি।’

Tafsir Abu Bakr Zakaria

সে বলল, ‘আচ্ছা , আপনি যদি আমার অনুসরণ করবেনই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি সে বিষয়ে আপনাকে কিছু বলী।

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘তবে আপনি যদি আমাকে অনুসরণ করেন, তাহলে কোন বিষয় সম্পর্কে আমাকে প্রশ্ন করবেন না, যতক্ষণ না আমি সে সম্পর্কে আপনাকে জানাই’।

Muhiuddin Khan

তিনি বললেনঃ যদি আপনি আমার অনুসরণ করেনই তবে কোন বিষয়ে আমাকে প্রশ্ন করবেন না, যে পর্যন্ত না আমি নিজেই সে সম্পর্কে আপনাকে কিছু বলি।

Zohurul Hoque

তিনি বললেন -- ''বেশ, তুমি যদি আমার অনুসরণ করতে চাও তা’হলে তুমি আমাকে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারবে না যে পর্যন্ত না আমি সে বিষয়ে মন্তব্য তোমার কাছে প্রকাশ করি।’’