কুরআন মজীদ সূরা কাহফ আয়াত ৪১
Qur'an Surah Al-Kahf Verse 41
কাহফ [১৮]: ৪১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَوْ يُصْبِحَ مَاۤؤُهَا غَوْرًا فَلَنْ تَسْتَطِيْعَ لَهٗ طَلَبًا (الكهف : ١٨)
- aw
- أَوْ
- Or
- অথবা
- yuṣ'biḥa
- يُصْبِحَ
- will become
- হয়ে যাবে
- māuhā
- مَآؤُهَا
- its water
- তার পানি
- ghawran
- غَوْرًا
- sunken
- শুষ্ক
- falan
- فَلَن
- so never
- অতঃপর কখনও না
- tastaṭīʿa
- تَسْتَطِيعَ
- you will be able
- তুমি সক্ষম হবে
- lahu
- لَهُۥ
- to find it"
- জন্যে তার"
- ṭalaban
- طَلَبًا
- to find it"
- খুঁজে বের করতে"
Transliteration:
Aw yusbiha maaa'uhaaa ghawran falan tastatee'a lahoo talabaa(QS. al-Kahf:41)
English Sahih International:
Or its water will become sunken [into the earth], so you would never be able to seek it." (QS. Al-Kahf, Ayah ৪১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
কিংবা তার পানি ভূ-গর্ভে চলে যাবে, ফলে তুমি কক্ষনো তার খোঁজ পাবে না।’ (কাহফ, আয়াত ৪১)
Tafsir Ahsanul Bayaan
অথবা ওর পানি ভূ-গর্ভে অন্তর্হিত হবে এবং তুমি কখনো ওকে ফিরিয়ে আনতে পারবে না।’ [১]
[১] অথবা মধ্যস্থলে যে নদী প্রবাহিত, যেটা হল বাগানের শস্য-শ্যামলতার উৎস, তার পানিকে এত গভীরে পাঠিয়ে দেবেন যে, সেখান হতে পানি অর্জন করা অসম্ভব হয়ে যাবে। আর যেখানে পানি অতি গভীরে চলে যায়, পুনরায় সেখান হতে পানি বের করতে বড় বড় অশ্বশক্তিসম্পন্ন পাম্প্-মেশিনও ব্যর্থ সাব্যস্ত হয়।
Tafsir Abu Bakr Zakaria
‘অথবা তার পানি ভূগর্ভে হারিয়ে যাবে এবং তুমি কখনো সেটার সন্ধান লাভে সক্ষম হবে না [১]।
[১] অর্থাৎ যে আল্লাহর হুকুমে তুমি এসব কিছু লাভ করেছে তাঁরই হুকুমে এসব কিছু তোমার কাছ থেকে ছিনিয়েও নেয়া যেতে পারে। তুমি যদি এখন প্রচুর পানি পাওয়ার কারণে ক্ষেত-খামার করার সুবিধা লাভ করে আল্লাহর নেয়ামতকে অস্বীকার করে কাফের হয়ে যাচ্ছে, তবে মনে রেখো। তিনি ইচ্ছে করলে তোমাদের এ পানি পুনরায় ভূগর্ভে প্রোথিত করে দিতে পারেন, তারপর তুমি কোন ভাবেই তা আনতে সক্ষম হবে না। কুরআনের অন্যত্রও এ কথা বলে মহান আল্লাহ তাঁর এ বিরাট নেয়ামত পানি নিঃশেষ করে দেয়ার হুমকি দিয়েছেন। আল্লাহ বলেন; “বলুন, ‘তোমরা ভেবে দেখেছি কি যদি পানি ভূগর্ভে তোমাদের নাগালের বাইরে চলে যায়, তখন কে তোমাদেরকে এনে দেবে প্রবাহমান পানি?” [সূরা আল-মুলক; ৩০] [ইবন কাসীর]
Tafsir Bayaan Foundation
‘কিংবা তার পানি মাটির গভীরে চলে যাবে, ফলে তা তুমি কোনভাবেই খুঁজে পাবে না’।
Muhiuddin Khan
অথবা সকালে তার পানি শুকিয়ে যাবে। অতঃপর তুমি তা তালাশ করে আনতে পারবে না।
Zohurul Hoque
''অথবা অচিরেই এর পানি তলিয়ে যাবে ভূগর্ভে, তখন তুমি তা খুঁজে পেতে সমর্থ হবে না।’’