Skip to content

কুরআন মজীদ সূরা বনী ইসরাঈল আয়াত ৮৮

Qur'an Surah Al-Isra Verse 88

বনী ইসরাঈল [১৭]: ৮৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قُلْ لَّىِٕنِ اجْتَمَعَتِ الْاِنْسُ وَالْجِنُّ عَلٰٓى اَنْ يَّأْتُوْا بِمِثْلِ هٰذَا الْقُرْاٰنِ لَا يَأْتُوْنَ بِمِثْلِهٖ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيْرًا (الإسراء : ١٧)

qul
قُل
Say
বলো
la-ini
لَّئِنِ
"If
"অবশ্যই যদি
ij'tamaʿati
ٱجْتَمَعَتِ
gathered
একত্র হয়
l-insu
ٱلْإِنسُ
the mankind
মানুষ
wal-jinu
وَٱلْجِنُّ
and the jinn
ও জিন
ʿalā
عَلَىٰٓ
to
(এর) উপর
an
أَن
[that]
যে
yatū
يَأْتُوا۟
bring
তারা আসবে
bimith'li
بِمِثْلِ
the like
নিয়ে অনুরূপ
hādhā
هَٰذَا
(of) this
এই
l-qur'āni
ٱلْقُرْءَانِ
Quran
কুরআনের
لَا
not
না
yatūna
يَأْتُونَ
they (could) bring
তারা আসতে পারবে
bimith'lihi
بِمِثْلِهِۦ
the like of it
নিয়ে তার অনুরূপ
walaw
وَلَوْ
even if
এবং যদিও
kāna
كَانَ
were
হয়
baʿḍuhum
بَعْضُهُمْ
some of them
কেউ তাদের
libaʿḍin
لِبَعْضٍ
to some others
কারো জন্যে
ẓahīran
ظَهِيرًا
assistants"
সাহায্যকারী"

Transliteration:

Qul la'inij tama'atil insu waljinnu 'alaaa any yaatoo bimisli haazal quraani laa yaatoona bimislihee wa law kaana ba'duhum liba 'din zaheeraa (QS. al-ʾIsrāʾ:88)

English Sahih International:

Say, "If mankind and the jinn gathered in order to produce the like of this Quran, they could not produce the like of it, even if they were to each other assistants." (QS. Al-Isra, Ayah ৮৮)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

বল, ‘এ কুরআনের মত একখানা কুরআন আনার জন্য যদি সমগ্র মানব আর জ্বীন একত্রিত হয় তবুও তারা তার মত আনতে পারবে না, যদিও তারা পরস্পর পরস্পরকে সাহায্য ও সহযোগিতা করে।’ (বনী ইসরাঈল, আয়াত ৮৮)

Tafsir Ahsanul Bayaan

বল, ‘যদি এই কুরআনের অনুরূপ কুরআন আনয়নের জন্য মানুষ ও জীন সমবেত হয় ও তারা পরস্পরকে সাহায্য করে, তবুও তারা এর অনুরূপ কুরআন আনয়ন করতে পারবে না।’ [১]

[১] কুরআন মাজীদের ব্যাপারে এই ধরনের চ্যালেঞ্জ ইতিপূর্বেও কয়েকটি স্থানে উল্লিখিত হয়েছে। এই চ্যালেঞ্জ আজও পর্যন্ত অব্যাহত রয়েছে এবং তার জবাবের পিপাসা আজও পর্যন্ত অনিবৃত্তই আছে।

Tafsir Abu Bakr Zakaria

বলুন, ‘যদি কুরআনের অনুরুপ কুরআন আনার জন্য মানুষ ও জিন সমবেত হয় এবং যদিও তারা পরস্পরকে সাহায্য করে তবুও তারা এর অনুরুপ আনতে পারবে না।

Tafsir Bayaan Foundation

বল, ‘যদি মানুষ ও জিন এ কুরআনের অনুরূপ হাযির করার জন্য একত্রিত হয়, তবুও তারা এর অনুরূপ হাযির করতে পারবে না যদিও তারা একে অপরের সাহায্যকারী হয়’।

Muhiuddin Khan

বলুনঃ যদি মানব ও জ্বিন এই কোরআনের অনুরূপ রচনা করে আনয়নের জন্যে জড়ো হয়, এবং তারা পরস্পরের সাহায্যকারী হয়; তবুও তারা কখনও এর অনুরূপ রচনা করে আনতে পারবে না।

Zohurul Hoque

বলো -- ''যদি মানুষ ও জিন সম্মিলিত হতো এই কুরআনের সমতুল্য কিছু নিয়ে আসতে, তারা এর মতো কিছুই আনতে পারত না, যদিও-বা তাদের কেউ-কেউ অন্যদের পৃষ্ঠপোষক হতো।’’