কুরআন মজীদ সূরা নাহল আয়াত ৬
Qur'an Surah An-Nahl Verse 6
নাহল [১৬]: ৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَلَكُمْ فِيْهَا جَمَالٌ حِيْنَ تُرِيْحُوْنَ وَحِيْنَ تَسْرَحُوْنَۖ (النحل : ١٦)
- walakum
- وَلَكُمْ
- And for you
- এবং তোমাদের জন্যে
- fīhā
- فِيهَا
- in them
- তার মধ্যে (আছে)
- jamālun
- جَمَالٌ
- (is) beauty
- সৌন্দর্য
- ḥīna
- حِينَ
- when
- যখন
- turīḥūna
- تُرِيحُونَ
- you bring them in
- তোমরা সন্ধ্যায় চারণভূমি থেকে আনো
- waḥīna
- وَحِينَ
- and when
- ও যখন
- tasraḥūna
- تَسْرَحُونَ
- you take them out
- তোমরা সকালে চারণভূমিতে নিয়ে যাও
Transliteration:
Wa lakum feehaa jamaalun heena tureehoona wa heena tasrahoon(QS. an-Naḥl:6)
English Sahih International:
And for you in them is [the enjoyment of] beauty when you bring them in [for the evening] and when you send them out [to pasture]. (QS. An-Nahl, Ayah ৬)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তোমরা গর্বভরে সৌন্দর্য অনুভব কর যখন তোমরা সন্ধ্যাবেলা সেগুলোকে বাড়ীর পানে হাঁকিয়ে আন আর সকাল বেলা বিচরণের জন্য পাঠাও। (নাহল, আয়াত ৬)
Tafsir Ahsanul Bayaan
আর যখন তোমরা সন্ধ্যায় ওদেরকে চারণভূমি হতে গৃহে নিয়ে আস এবং প্রভাতে যখন ওদেরকে চারণ ভূমিতে নিয়ে যাও, তখন তোমরা ওর সৌন্দর্য উপভোগ কর। [১]
[১] تريحون যখন সন্ধ্যায় চারণভূমি থেকে বাড়িতে নিয়ে এসো, تسرحون যখন সকালে চারণ ভূমিতে নিয়ে যাও। এই দুই সময় তারা মানুষের চোখে পড়ে, যাতে তোমাদের সৌন্দর্য বৃদ্ধি পায়। উক্ত দুই সময় ছাড়া তারা দৃষ্টির আড়ালে থাকে বা আস্তাবলে বদ্ধ থাকে।
Tafsir Abu Bakr Zakaria
আর তোমরা যখন গোধুলি লগ্নে তাদেরকে চারণভুমি হতে ঘরে নিয়ে আস এবং প্রভাতে যখন তাদেরকে চারণভূমিতে নিয়ে যাও তখন তোমরা তাদের সৌন্দর্য উপভোগ কর [১]।
[১] কাতাদা বলেন, যখন এগুলো বড় স্তন, লম্বা চুঁটিসহ চলে তখন তোমরা সেগুলো দেখে আনন্দে আপ্লুত হও। আর যখন মাঠে চরতে যায় তখনও তোমরা সেগুলো দেখে খুশি হও। তাবারী]
Tafsir Bayaan Foundation
আর তোমাদের জন্য তাতে রয়েছে সৌন্দর্য যখন সন্ধ্যায় তা ফিরিয়ে আন এবং সকালে চারণে নিয়ে যাও।
Muhiuddin Khan
এদের দ্বারা তোমাদের সম্মান হয়, যখন বিকালে চারণভূমি থেকে নিয়ে আস এবং সকালে চারণ ভূমিতে নিয়ে যাও।
Zohurul Hoque
আর তোমাদের জন্য তাদের মধ্যে রয়েছে শোভা-সৌন্দর্য যখন তোমরা তাদের ঘরে নিয়ে এস ও বাইরে নিয়ে যাও ।