Skip to content

কুরআন মজীদ সূরা নাহল আয়াত ৫০

Qur'an Surah An-Nahl Verse 50

নাহল [১৬]: ৫০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

يَخَافُوْنَ رَبَّهُمْ مِّنْ فَوْقِهِمْ وَيَفْعَلُوْنَ مَا يُؤْمَرُوْنَ ࣖ ۩ (النحل : ١٦)

yakhāfūna
يَخَافُونَ
They fear
তারা ভয় করে
rabbahum
رَبَّهُم
their Lord
তাদের রবকে
min
مِّن
above them
অবস্থানরত
fawqihim
فَوْقِهِمْ
above them
উপরে তাদের
wayafʿalūna
وَيَفْعَلُونَ
and they do
এবং তারা করে
مَا
what
যা
yu'marūna
يُؤْمَرُونَ۩
they are commanded
তাদের নির্দেশ দেয়া হয়

Transliteration:

yakhaafoona Rabbahum min fawqihim wa yaf'aloona maa yu'maroon (QS. an-Naḥl:50)

English Sahih International:

They fear their Lord above them, and they do what they are commanded. (QS. An-Nahl, Ayah ৫০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা তাদের উপরে আল্লাহকে ভয় করে আর তারা তা-ই করে যা তাদেরকে আদেশ দেয়া হয়। [সাজদাহ] (নাহল, আয়াত ৫০)

Tafsir Ahsanul Bayaan

তারা ভয় করে তাদের উপরে তাদের প্রতিপালককে[১] এবং তারা তা করে, যা তাদেরকে আদেশ করা হয়। [২] (সাজদাহ-৩)

[১] আল্লাহর ভয়ে ভীত ও সন্ত্রস্ত থাকে।

[২] আল্লাহর আদেশের অন্যথা করে না বরং যা আদেশ করা হয়, তারা তাই করে। আর যা থেকে নিষেধ করা হয়, তা থেকে তারা দূরে থাকে। (এই আয়াত পাঠ করার পর সিজদা করা মুস্তাহাব। সিজদার আহকাম জানতে সূরা আ'রাফের শেষ আয়াতের ৭;২০৬ টীকা দেখুন।)

Tafsir Abu Bakr Zakaria

তারা ভয় করে তাদের উপরস্থ [১] তাদের রবকে এবং তাদেরকে যা আদেশ করা হয় তারা তা করে।

[১] এ আয়াত এবং এ ধরণের অসংখ্য আয়াত ও হাদীস থেকে প্রমাণিত হয় যে, আল্লাহ তা'আলা উপরে সুউচ্চে অবস্থান করছেন। তিনি তার আরশের উপর আছেন। এটাই আহলে সুন্নাত ওয়াল জামা’আতের আকীদা। এর বাইরের যাবতীয় আকীদা বিভ্রান্তি ও ভ্রষ্টতা।

Tafsir Bayaan Foundation

তারা তাদের উপরস্থ রবকে ভয় করে এবং তাদেরকে যা নির্দেশ দেয়া হয়, তারা তা করে।[সাজদাহ]

Muhiuddin Khan

তারা তাদের উপর পরাক্রমশালী তাদের পালনকর্তাকে ভয় করে এবং তারা যা আদেশ পায়, তা করে

Zohurul Hoque

তারা তাদের প্রভুকে ভয় করে তাদের উপরে থেকে, আর যা তাদের আদেশ করা হয় তারা তা পালন কবে।