Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৮১

Qur'an Surah Al-Hijr Verse 81

হিজর [১৫]: ৮১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاٰتَيْنٰهُمْ اٰيٰتِنَا فَكَانُوْا عَنْهَا مُعْرِضِيْنَۙ (الحجر : ١٥)

waātaynāhum
وَءَاتَيْنَٰهُمْ
And We gave them
এবং তাদের আমরা দিয়েছিলাম
āyātinā
ءَايَٰتِنَا
Our Signs
আমাদের নিদর্শনাবলী
fakānū
فَكَانُوا۟
but they were
তবুও তারা ছিলো
ʿanhā
عَنْهَا
from them
তা সম্পর্কে
muʿ'riḍīna
مُعْرِضِينَ
turning away
উপেক্ষাকারী

Transliteration:

Wa aatainaahum Aayaatinaa fakaanoo 'anhaa mu'rideen (QS. al-Ḥijr:81)

English Sahih International:

And We gave them Our signs, but from them they were turning away. (QS. Al-Hijr, Ayah ৮১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম কিন্তু তাত্থেকে তারা মুখ ফিরিয়েই রেখেছিল। (হিজর, আয়াত ৮১)

Tafsir Ahsanul Bayaan

আমি তাদেরকে আমার নিদর্শনাবলী দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল। [১]

[১] তাদের নির্দশনের মধ্যে ছিল সেই উটনী, যা তাদের দাবী অনুসারে এক পাথর হতে মু'জিযা স্বরূপ বের করা হয়েছিল। কিন্তু যালিমরা সেটিকেও হত্যা করে ফেলে।

Tafsir Abu Bakr Zakaria

আমরা তাদেরকে আমাদের নিদর্শন দিয়েছিলাম, কিন্তু তারা তা উপেক্ষা করেছিল।

Tafsir Bayaan Foundation

আর আমি তাদেরকে আমার আয়াতসমূহ দিয়েছিলাম, তবে তারা তা থেকে বিমুখ হয়েছে।

Muhiuddin Khan

আমি তাদেরকে নিজের নিদর্শনাবলী দিয়েছি। অতঃপর তারা এগুলো থেকে মুখ ফিরিয়ে নেয়।

Zohurul Hoque

আর তাদের আমরা আমাদের নির্দেশাবলী দিয়েছিলাম, কিন্তু তারা সে-সব থেকে ফিরে গিয়েছিল।