Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৭৭

Qur'an Surah Al-Hijr Verse 77

হিজর [১৫]: ৭৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

اِنَّ فِيْ ذٰلِكَ لَاٰيَةً لِّلْمُؤْمِنِيْنَۗ (الحجر : ١٥)

inna
إِنَّ
Indeed
নিশ্চয়ই
فِى
in
(রয়েছে) মধ্যে
dhālika
ذَٰلِكَ
that
এর
laāyatan
لَءَايَةً
surely (is) a Sign
অবশ্যই নিদর্শন
lil'mu'minīna
لِّلْمُؤْمِنِينَ
for the believers
ঈমানদারদের জন্যে

Transliteration:

Inna fee zaalika la Aayatal lilmu'mineen (QS. al-Ḥijr:77)

English Sahih International:

Indeed in that is a sign for the believers. (QS. Al-Hijr, Ayah ৭৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

মু’মিনদের জন্য এতে বড়ই নিদর্শন রয়েছে। (হিজর, আয়াত ৭৭)

Tafsir Ahsanul Bayaan

অবশ্যই এতে বিশ্বাসীদের জন্য রয়েছে নিদর্শন।

Tafsir Abu Bakr Zakaria

নিশ্চয় এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন ।

Tafsir Bayaan Foundation

নিশ্চয় এতে মুমিনদের জন্য রয়েছে নিদর্শন।

Muhiuddin Khan

নিশ্চয় এতে ঈমানদারদের জন্যে নিদর্শণ আছে।

Zohurul Hoque

নিঃসন্দেহ এতে তো নিদর্শন রয়েছে মুমিনদের জন্য।