কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৬১
Qur'an Surah Al-Hijr Verse 61
হিজর [১৫]: ৬১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
فَلَمَّا جَاۤءَ اٰلَ لُوْطِ ِۨالْمُرْسَلُوْنَۙ (الحجر : ١٥)
- falammā
- فَلَمَّا
- And when
- অতঃপর যখন
- jāa
- جَآءَ
- came
- আসলো
- āla
- ءَالَ
- (to the) family
- পরিবারের কাছে
- lūṭin
- لُوطٍ
- (of) Lut
- লূতের
- l-mur'salūna
- ٱلْمُرْسَلُونَ
- the messengers
- প্রেরিত (ফেরেশতারা)
Transliteration:
Falamma jaaa'a Aala Lootinil mursaloon(QS. al-Ḥijr:61)
English Sahih International:
And when the messengers came to the family of Lot, (QS. Al-Hijr, Ayah ৬১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আল্লাহর প্রেরিতরা যখন লূত পরিবারের নিকট আসল, (হিজর, আয়াত ৬১)
Tafsir Ahsanul Bayaan
অতঃপর ফিরিশতাগণ যখন লূত পরিবারের নিকট এল,
Tafsir Abu Bakr Zakaria
অতঃপর ফেরেশতাগণ যখন লূত পরিবারের কাছে আসল,
Tafsir Bayaan Foundation
এরপর যখন ফেরেশতাগণ লূতের পরিবারের কাছে আসল,
Muhiuddin Khan
অতঃপর যখন প্রেরিতরা লূতের গৃহে পৌছল।
Zohurul Hoque
তারপর যখন বাণীবাহকরা লূত-এর পরিজনের কাছে এল,