Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৬

Qur'an Surah Al-Hijr Verse 6

হিজর [১৫]: ৬ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَقَالُوْا يٰٓاَيُّهَا الَّذِيْ نُزِّلَ عَلَيْهِ الذِّكْرُ اِنَّكَ لَمَجْنُوْنٌ ۗ (الحجر : ١٥)

waqālū
وَقَالُوا۟
And they say
এবং তারা বলে
yāayyuhā
يَٰٓأَيُّهَا
"O you
"হে
alladhī
ٱلَّذِى
(to) whom
যে
nuzzila
نُزِّلَ
has been sent down
অবতীর্ণ হয়েছে
ʿalayhi
عَلَيْهِ
[on him]
তার উপর
l-dhik'ru
ٱلذِّكْرُ
the Reminder
উপদেশ বাণী(কুরআন)
innaka
إِنَّكَ
indeed you
নিশ্চয়ই তুমি
lamajnūnun
لَمَجْنُونٌ
(are) surely mad
অবশ্যই পাগল

Transliteration:

Wa qaaloo yaaa aiyuhal lazee nuzzila 'alaihiz Zikru innaka lamajnoon (QS. al-Ḥijr:6)

English Sahih International:

And they say, "O you upon whom the message has been sent down, indeed you are mad. (QS. Al-Hijr, Ayah ৬)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তারা বলে, ‘ওহে ঐ ব্যক্তি যার প্রতি কুরআন অবতীর্ণ হয়েছে! তুমি তো অবশ্যই পাগল। (হিজর, আয়াত ৬)

Tafsir Ahsanul Bayaan

তারা বলে, ‘ওহে যার প্রতি কুরআন অবতীর্ণ করা হয়েছে! তুমি তো নিশ্চয় উন্মাদ।

Tafsir Abu Bakr Zakaria

আর তারা বলে, ‘হে ঐ ব্যক্তি, যার প্রতি যিকর [১] নাযিল হয়েছে! তুমি তো নিশ্চয় উন্মাদ [২]।

[১] যিকির বা বাণী শব্দটি পারিভাষিক অর্থে কুরআন মজীদে আল্লাহর বাণীর জন্য ব্যবহার করা হয়েছে। আর এ বাণী হচ্ছে আগাগোড়া উপদেশমালায় পরিপূর্ণ। পূর্ববর্তী নবীদের ওপর যতগুলো কিতাব নাযিল হয়েছিল সেগুলো সবই “যিকির” ছিল এবং এ কুরআন মজীদও যিকির। যিকিরের আসল অর্থ হচ্ছে স্মরণ করিয়ে দেয়া, সতর্ক করা এবং উপদেশ দেয়া।

[২] তারা ব্যঙ্গ ও উপহাস করে একথা বলতো। [সা'দী] এ বাণী যে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ওপর নাযিল হয়েছে একথা তারা স্বীকারই করতো না। আর একথা স্বীকার করে নেয়ার পর তারা তাকে পাগল বলতে পারতো না। আসলে তাদের একথা বলার অর্থ ছিল এই যে, “ওহে, এমন ব্যক্তি! যার দাবী হচ্ছে, আমার ওপর যিকির তথা আল্লাহর বাণী অবতীর্ণ হয়েছে।” [ইবন কাসীর] এটা ঠিক তেমনি ধরনের কথা যেমন ফেরআউন মূসা আলাইহিসসালামের দাওয়াত শুনার পর তার সভাসদদের বলেছিলঃ “নিশ্চয় যে রাসূল তোমাদের নিকট পাঠানো হয়েছে, অবশ্যই সে উন্মাদ ।" [সূরা আশ-শু'আরাঃ ২৭]

Tafsir Bayaan Foundation

আর তারা বলল, ‘হে ঐ ব্যক্তি, যার উপর কুরআন নাযিল করা হয়েছে, তুমি তো নিশ্চিত পাগল’।

Muhiuddin Khan

তারা বললঃ হে ঐ ব্যক্তি, যার প্রতি কোরআন নাযিল হয়েছে, আপনি তো একজন উম্মাদ।

Zohurul Hoque

আর তারা বলে -- ''ওহে যার কাছে স্মারকগ্রন্থ অবতীর্ণ হয়েছে! তুমি তো আলবৎ মাথা-পাগলা।