Skip to content

কুরআন মজীদ সূরা হিজর আয়াত ৫১

Qur'an Surah Al-Hijr Verse 51

হিজর [১৫]: ৫১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَنَبِّئْهُمْ عَنْ ضَيْفِ اِبْرٰهِيْمَۘ (الحجر : ١٥)

wanabbi'hum
وَنَبِّئْهُمْ
And inform them
এবং তাদের জানিয়ে দাও
ʿan
عَن
about
সম্পর্কে
ḍayfi
ضَيْفِ
(the) guests
মেহমান
ib'rāhīma
إِبْرَٰهِيمَ
(of) Ibrahim
ইবরাহীমের

Transliteration:

Wa nabbi'hum 'an daifi Ibraaheem (QS. al-Ḥijr:51)

English Sahih International:

And inform them about the guests of Abraham, (QS. Al-Hijr, Ayah ৫১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তাদেরকে ইবরাহীমের মেহমানের কাহিনী জানিয়ে দাও। (হিজর, আয়াত ৫১)

Tafsir Ahsanul Bayaan

আর তাদেরকে জানিয়ে দাও ইব্রাহীমের অতিথিদের কথা।

Tafsir Abu Bakr Zakaria

আর তাদেরকে বলুন, ইবরাহীমের অতিথিদের কথা,

Tafsir Bayaan Foundation

আর তাদেরকে বলঃ ইবরাহীমের অতিথিদের কথা।

Muhiuddin Khan

আপনি তাদেরকে ইব্রাহীমের মেহমানদের অবস্থা শুনিয়ে দিন।

Zohurul Hoque

আর তাদের খবর দাও ইব্রাহীমের অতিথিদের সন্বন্ধে।’’