কুরআন মজীদ সূরা হিজর আয়াত ১১
Qur'an Surah Al-Hijr Verse 11
হিজর [১৫]: ১১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَمَا يَأْتِيْهِمْ مِّنْ رَّسُوْلٍ اِلَّا كَانُوْا بِهٖ يَسْتَهْزِءُوْنَ (الحجر : ١٥)
- wamā
- وَمَا
- And not
- এবং নি
- yatīhim
- يَأْتِيهِم
- came to them
- তাদের কাছে আসে
- min
- مِّن
- any
- কোনো
- rasūlin
- رَّسُولٍ
- Messenger
- রাসূল
- illā
- إِلَّا
- but
- এ ছাড়া যে
- kānū
- كَانُوا۟
- they did
- তারা ছিলো
- bihi
- بِهِۦ
- at him
- সাথে তার
- yastahziūna
- يَسْتَهْزِءُونَ
- mock
- তারা বিদ্রুপ করতো
Transliteration:
Wa maa yaateehim mir Rasoolin illaa kaanoo bihee yastahzi'oon(QS. al-Ḥijr:11)
English Sahih International:
And no messenger would come to them except that they ridiculed him. (QS. Al-Hijr, Ayah ১১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তাদের কাছে এমন কোন রসূল আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করেনি। (হিজর, আয়াত ১১)
Tafsir Ahsanul Bayaan
তাদের নিকট এমন কোন রসূল আসেনি, যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করত না। [১]
[১] এখানে নবী (সাঃ)-কে সান্তনা দেওয়া হচ্ছে যে, এরা শুধু তোমাকেই মিথ্যাবাদী বলছে তা নয়; বরং প্রত্যেক নবীর সাথেই এরূপ আচরণ করা হয়েছে।
Tafsir Abu Bakr Zakaria
আর তাদের কাছে এমন কোন রাসূল আসেনি যাকে তারা ঠাট্টা-বিদ্রূপ করত না।
Tafsir Bayaan Foundation
আর যখনই তাদের নিকট কোন রাসূল আসত তারা তাকে নিয়ে উপহাস করত।
Muhiuddin Khan
ওদের কাছে এমন কোন রসূল আসেননি, যাদের সাথে ওরা ঠাট্টাবিদ্রূপ করতে থাকেনি।
Zohurul Hoque
কিন্তু তাদের কাছে এমন কোনো রসূল আসেন নি যাঁকে নিয়ে তারা ঠাট্টা-বিদ্রূপ করত না।