Skip to content

কুরআন মজীদ সূরা ইউসূফ আয়াত ১৩

Qur'an Surah Yusuf Verse 13

ইউসূফ [১২]: ১৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

قَالَ اِنِّيْ لَيَحْزُنُنِيْٓ اَنْ تَذْهَبُوْا بِهٖ وَاَخَافُ اَنْ يَّأْكُلَهُ الذِّئْبُ وَاَنْتُمْ عَنْهُ غٰفِلُوْنَ (يوسف : ١٢)

qāla
قَالَ
He said
সে বললো
innī
إِنِّى
"Indeed, [I]
"নিশ্চয়ই আমার
layaḥzununī
لَيَحْزُنُنِىٓ
it surely saddens me
আমার অবশ্যই চিন্তা লাগে
an
أَن
that
যে
tadhhabū
تَذْهَبُوا۟
you should take him
তোমরা যাবে
bihi
بِهِۦ
you should take him
নিয়ে তাকে
wa-akhāfu
وَأَخَافُ
and I fear
এবং আমি ভয় করি
an
أَن
that
যে
yakulahu
يَأْكُلَهُ
would eat him
তাকে খেয়ে ফেলবে
l-dhi'bu
ٱلذِّئْبُ
a wolf
নেকড়ে বাঘ
wa-antum
وَأَنتُمْ
while you
এ অবস্থায় যে তোমরা
ʿanhu
عَنْهُ
of him
তার থেকে
ghāfilūna
غَٰفِلُونَ
(are) unaware"
অমনোযোগী হয়ে যাবে"

Transliteration:

Qaala innee la yahzununeee an tazhaboo bihee wa akhaafu anyyaakulahuz zi'bu wa antum 'anhu ghaafiloon (QS. Yūsuf:13)

English Sahih International:

[Jacob] said, "Indeed, it saddens me that you should take him, and I fear that a wolf would eat him while you are of him unaware." (QS. Yusuf, Ayah ১৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

পিতা বলল, ‘তোমরা যে তাকে নিয়ে যাবে সেটা আমাকে অবশ্যই কষ্ট দেবে আর আমি ভয় করছি যে, নেকড়ে বাঘ তাকে খেয়ে ফেলবে, আর তখন তার সম্পর্কে তোমরা বে-খেয়াল হয়ে থাকবে।’ (ইউসূফ, আয়াত ১৩)

Tafsir Ahsanul Bayaan

সে বলল, ‘তোমাদের ওকে নিয়ে যাওয়াটা আমার দুশ্চিন্তার কারণ হবে। আর আমার ভয় হয় যে, তোমরা ওর প্রতি অমনোযোগী হলে ওকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে।’

Tafsir Abu Bakr Zakaria

তিনি বললেন, ‘এটা আমাকে অবশ্যই কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশংকা করি তাকে নেকড়ে বাঘ খেয়ে ফেলবে, আর তোমরা তার প্রতি অমনোযোগী থাকবে।’

Tafsir Bayaan Foundation

সে বলল, ‘নিশ্চয় এটা আমাকে কষ্ট দেবে যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি, নেকড়ে তাকে খেয়ে ফেলবে, যখন তোমরা তার ব্যাপারে গাফিল থাকবে’।

Muhiuddin Khan

তিনি বললেনঃ আমার দুশ্চিন্তা হয় যে, তোমরা তাকে নিয়ে যাবে এবং আমি আশঙ্কা করি যে, ব্যাঘ্র তাঁকে খেয়ে ফেলবে এবং তোমরা তার দিক থেকে গাফেল থাকবে।

Zohurul Hoque

তিনি বললেন -- ''এতে অবশ্যই আমাকে কষ্ট দেবে যে তোমরা তাকে নিয়ে যাবে, আর আমি ভয় করছি পাছে নেকড়ে তাকে খেয়ে ফেলে, যদি তোমরা তার প্রতি বেখেয়াল হয়ে যাও!’’