Skip to content

কুরআন মজীদ সূরা যিলযাল আয়াত ৪

Qur'an Surah Az-Zalzalah Verse 4

যিলযাল [৯৯]: ৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

يَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَاۙ (الزلزلة : ٩٩)

yawma-idhin
يَوْمَئِذٍ
That Day
সেদিন
tuḥaddithu
تُحَدِّثُ
it will report
সে বর্ণনা করবে
akhbārahā
أَخْبَارَهَا
its news
তার বৃত্তান্ত

Transliteration:

Yawmaa izin tuhad dithu akhbaaraha (QS. Az-Zalzalah:4)

English Sahih International:

That Day, it will report its news (QS. Az-Zalzalah, Ayah ৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে, (যিলযাল, আয়াত ৪)

Tafsir Ahsanul Bayaan

সেদিন পৃথিবী তার বৃত্তান্ত বর্ণনা করবে। [১]

[১] এটা হল শর্তের জওয়াব। হাদীসে বর্ণিত হয়েছে যে, নবী (সাঃ) এই আয়াত পাঠ করলেন এবং বললেন, "তোমরা জান, পৃথিবীর বৃত্তান্ত কি?" সাহাবীগণ (রাঃ) বললেন, আল্লাহ এবং তাঁর রসূলই ভাল জানেন। নবী (সাঃ) বললেন, "তার বৃত্তান্ত এই যে, নর অথবা নারী এ মাটির উপর যা কিছু করছে এই মাটি তার সাক্ষী দেবে। আর বলবে, অমুক অমুক ব্যক্তি অমুক অমুক দিনে অমুক অমুক কর্ম করেছে। (তিরমিযী কিয়ামতের বিবরণ ও সূরা যিলযালের তাফসীর পরিচ্ছেদ, মুসনাদে আহমদ ২/৩৭৪ নং)

Tafsir Abu Bakr Zakaria

সেদিন যমীন তার বৃত্তান্ত বৰ্ণনা করবে [১] ,

[১] যমীন কি জানিয়ে দেবে এ নিয়ে মুফাসসেরীনদের মধ্যে কয়েকটি মত রয়েছে। সম্ভবত সব কয়টি মতই এখানে উদ্দেশ্য হতে পারে। এক. ইয়াহইয়া ইবনে সালাম বলেন, এর অর্থ, যমীন তার থেকে যা যা বের করে দিল (সম্পদরাজি) তা জানিয়ে দিবে। এর সমর্থনে একটি হাদীসে এসেছে, “কোন মানুষের জীবন যদি কোন সুনির্দিষ্ট স্থানে অবসান হওয়ার কথা থাকে তখন আল্লাহ্ তার জন্য সেখানে যাওয়ার একটি প্রয়োজন তৈরী করে দেন। তারপর যখন সে স্থানে পৌঁছে তখন তাকে মৃত্যু দেয়া হয়। তারপর যমীন কিয়ামতের দিন বলবে, হে রব! এটা তুমি আমার কাছে আমানত রেখেছিলো।” [ইবনে মাজাহ; ৪২৬৩] দুই. ইবনে মাসউদ রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, এ আয়াতের অর্থ, আগের আয়াতে যে বলা হয়েছে মানুষ প্রশ্ন করবে, যমীনের কি হল’? এর জওয়াব যমীনই দিবে যে, কিয়ামত অনুষ্ঠিত হয়ে গেছে। তিন. আবু হুৱায়ারা রাদিয়াল্লাহু আনহু বলেন, এর অর্থ, যমীন তার মধ্যে কৃত ভাল-মন্দ যাবতীয় কর্মকাণ্ডের হিসাব দাখিল করবে। যমীনের ওপর যা কিছু ঘটে গেছে তার সবকিছু সে কিয়ামতের দিন বলে দেবে। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

সেদিন যমীন তার বৃত্তান্ত বর্ণনা করবে,

Muhiuddin Khan

সেদিন সে তার বৃত্তান্ত বর্ণনা করবে,

Zohurul Hoque

সেইদিন সে বর্ণনা করবে তার কাহিনীগুলো,