Skip to content

সূরা যিলযাল - শব্দ দ্বারা শব্দ

Az-Zalzalah

(Az-Zalzalah)

bismillaahirrahmaanirrahiim

اِذَا زُلْزِلَتِ الْاَرْضُ زِلْزَالَهَاۙ ١

idhā
إِذَا
যখন
zul'zilati
زُلْزِلَتِ
প্রকম্পিত হবে
l-arḍu
ٱلْأَرْضُ
পৃথিবী
zil'zālahā
زِلْزَالَهَا
তার (ভীষণ) কম্পনে
পৃথিবীকে যখন তার প্রচন্ড কম্পনে কাঁপিয়ে দেয়া হবে, ([৯৯] যিলযাল: ১)
ব্যাখ্যা

وَاَخْرَجَتِ الْاَرْضُ اَثْقَالَهَاۙ ٢

wa-akhrajati
وَأَخْرَجَتِ
এবং বের করবে
l-arḍu
ٱلْأَرْضُ
পৃথিবী
athqālahā
أَثْقَالَهَا
বোঝাগুলোকে তার
পৃথিবী তার (ভেতরের যাবতীয়) বোঝা বাইরে নিক্ষেপ করবে, ([৯৯] যিলযাল: ২)
ব্যাখ্যা

وَقَالَ الْاِنْسَانُ مَا لَهَاۚ ٣

waqāla
وَقَالَ
এবং বলবে
l-insānu
ٱلْإِنسَٰنُ
মানুষ
مَا
"কি
lahā
لَهَا
হয়েছে তার"
এবং মানুষ বলবে ‘এর কী হয়েছে?’ ([৯৯] যিলযাল: ৩)
ব্যাখ্যা

يَوْمَىِٕذٍ تُحَدِّثُ اَخْبَارَهَاۙ ٤

yawma-idhin
يَوْمَئِذٍ
সেদিন
tuḥaddithu
تُحَدِّثُ
সে বর্ণনা করবে
akhbārahā
أَخْبَارَهَا
তার বৃত্তান্ত
সে দিন পৃথিবী তার (নিজের উপর সংঘটিত) বৃত্তান্ত বর্ণনা করবে, ([৯৯] যিলযাল: ৪)
ব্যাখ্যা

بِاَنَّ رَبَّكَ اَوْحٰى لَهَاۗ ٥

bi-anna
بِأَنَّ
কেননা
rabbaka
رَبَّكَ
তোমার রব
awḥā
أَوْحَىٰ
আদেশ করবেন (এইরূপ করার)
lahā
لَهَا
তাকে
কারণ তোমার প্রতিপালক তাকে আদেশ করবেন, ([৯৯] যিলযাল: ৫)
ব্যাখ্যা

يَوْمَىِٕذٍ يَّصْدُرُ النَّاسُ اَشْتَاتًا ەۙ لِّيُرَوْا اَعْمَالَهُمْۗ ٦

yawma-idhin
يَوْمَئِذٍ
সেদিন
yaṣduru
يَصْدُرُ
বের হবে
l-nāsu
ٱلنَّاسُ
মানুষ
ashtātan
أَشْتَاتًا
দলে দলে ভাগ হয়ে
liyuraw
لِّيُرَوْا۟
দেখানোর জন্য
aʿmālahum
أَعْمَٰلَهُمْ
তাদের কৃতকর্মকে
সেদিন মানুষ বের হবে ভিন্ন ভিন্ন দলে যাতে তাদেরকে তাদের কৃতকর্ম দেখানো যায়, ([৯৯] যিলযাল: ৬)
ব্যাখ্যা

فَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَّرَهٗۚ ٧

faman
فَمَن
অতঃপর যে
yaʿmal
يَعْمَلْ
করবে
mith'qāla
مِثْقَالَ
পরিমাণ
dharratin
ذَرَّةٍ
অণু
khayran
خَيْرًا
সৎকর্ম
yarahu
يَرَهُۥ
সে তা দেখবে
অতএব কেউ অণু পরিমাণও সৎ কাজ করলে সে তা দেখবে, ([৯৯] যিলযাল: ৭)
ব্যাখ্যা

وَمَنْ يَّعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَّرَهٗ ࣖ ٨

waman
وَمَن
এবং যে
yaʿmal
يَعْمَلْ
করবে
mith'qāla
مِثْقَالَ
পরিমাণ
dharratin
ذَرَّةٍ
অণু
sharran
شَرًّا
অসৎকর্ম
yarahu
يَرَهُۥ
সে তা দেখবে
আর কেউ অণু পরিমাণও অসৎ কাজ করলে সেও তা দেখবে। ([৯৯] যিলযাল: ৮)
ব্যাখ্যা