Skip to content

কুরআন মজীদ সূরা কদর আয়াত ৩

Qur'an Surah Al-Qadr Verse 3

কদর [৯৭]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

لَيْلَةُ الْقَدْرِ ەۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍۗ (القدر : ٩٧)

laylatu
لَيْلَةُ
(The) Night
রাত
l-qadri
ٱلْقَدْرِ
(of) Power
কদরের
khayrun
خَيْرٌ
(is) better
শ্রেষ্ঠ
min
مِّنْ
than
হতেও
alfi
أَلْفِ
a thousand
হাজার
shahrin
شَهْرٍ
month(s)
মাস

Transliteration:

Lailatul qadri khairum min alfee shahr (QS. al-Q̈adr:3)

English Sahih International:

The Night of Decree is better than a thousand months. (QS. Al-Qadr, Ayah ৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম, (কদর, আয়াত ৩)

Tafsir Ahsanul Bayaan

মর্যাদাপূর্ণ রাত্রি হাজার মাস অপেক্ষা উত্তম। [১]

[১] অর্থাৎ, এক রাত্রির ইবাদত হাজার মাসের ইবাদত অপেক্ষা উত্তম। আর হাজার মাসে ৮৩ বছর ৪ মাস হয়। উম্মতে মুহাম্মাদিয়ার উপর কত বড় আল্লাহর অনুগ্রহ যে, তিনি তাকে তার সংক্ষিপ্ত আয়ুষ্কালে অধিকাধিক সওয়াব অর্জন করার সহজ পন্থা দান করেছেন।

Tafsir Abu Bakr Zakaria

‘লাইলাতুল-কদর’ হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ [১]।

[১] মুফাসসিরগণ এর অর্থ করেছেন, এ রাতের সৎকাজ কদরের রাত নেই এমন হাজার মাসের সৎকাজের চেয়ে ভালো। [মুয়াসসার] এ শ্রেষ্ঠত্ব সম্পর্কে বিভিন্ন হাদীসেও বিস্তারিত বলা হয়েছে। হাদীসে এসেছে, রামাদান আগমন কালে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, “তোমাদের নিকট রামাদান আসন্ন। মুবারক মাস। আল্লাহ্ এর সাওম ফরয করেছেন। এতে জান্নাতের দরজাসমূহ খোলা হয়ে থাকে এবং জাহান্নামের দরজাসমূহ বন্ধ করে দেয়া হয়। শয়তানগুলোকে বেঁধে রাখা হয়। এতে এমন এক রাত রয়েছে যা হাজার মাস থেকেও উত্তম। যে ব্যক্তি এ রাত্রির কল্যান থেকে বঞ্চিত হয়েছে সে তো যাবতীয় কল্যান থেকে বঞ্চিত হলো।” [নাসায়ী; ৪/১২৯, মুসনাদে আহমাদ; ২/২৩০, ৪২৫] অন্য হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, “যে কেউ ঈমান ও সওয়াবের আশায় লাইলাতুল কদর রাত্রিতে সালাত আদায় করতে দাঁড়াবে তার পূর্ববর্তী সমস্ত গোনাহ ক্ষমা করে দেয়া হবে।” [বুখারী; ১০৯১, মুসলিম; ৭৬০, আবুদাউদ; ১৩৭২, নাসায়ী; ৮/১১২, তিরমিয়ী; ৮০৮, মুসনাদে আহমাদঃ ২/৫২৯]

Tafsir Bayaan Foundation

‘লাইলাতুল কদর’ হাজার মাস অপেক্ষা উত্তম।

Muhiuddin Khan

শবে-কদর হল এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ।

Zohurul Hoque

মহিমান্বিত রজনী হচ্ছে হাজার মাসের চাইতেও শ্রেষ্ঠ।