কুরআন মজীদ সূরা কদর আয়াত ২
Qur'an Surah Al-Qadr Verse 2
কদর [৯৭]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَمَآ اَدْرٰىكَ مَا لَيْلَةُ الْقَدْرِۗ (القدر : ٩٧)
- wamā
- وَمَآ
- And what
- এবং কিসে
- adrāka
- أَدْرَىٰكَ
- can make you know
- তোমাকে জানাবে
- mā
- مَا
- what
- কি সেই
- laylatu
- لَيْلَةُ
- (the) Night
- রাত
- l-qadri
- ٱلْقَدْرِ
- (of) Power (is)?
- কদরের
Transliteration:
Wa maa adraaka ma lailatul qadr(QS. al-Q̈adr:2)
English Sahih International:
And what can make you know what is the Night of Decree? (QS. Al-Qadr, Ayah ২)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তুমি কি জান ক্বাদরের রাত কী? (কদর, আয়াত ২)
Tafsir Ahsanul Bayaan
আর কিসে তোমাকে জানাল, মর্যাদাপূর্ণ রাত্রি কি? [১]
[১] এখানে প্রশ্নবাচক শব্দ ব্যবহার করে এই রাতের মর্যাদা ও গুরুত্ব অধিকরূপে ব্যক্ত করা হয়েছে। যেন সৃষ্টি এর সুগভীর রহস্য পূর্ণরূপে জানতে সক্ষম নয়। একমাত্র আল্লাহই এ ব্যাপারে পূর্ণরূপ অবগত।
Tafsir Abu Bakr Zakaria
আর আপনাকে কিসে জানাবে ‘লাইলাতুল-কদর’ কী ?
Tafsir Bayaan Foundation
তোমাকে কিসে জানাবে ‘লাইলাতুল ক্বাদর’ কী?
Muhiuddin Khan
শবে-কদর সমন্ধে আপনি কি জানেন?
Zohurul Hoque
আর কী তোমাকে বুঝতে দেবে মহিমান্বিত রজনীটি কি?