Skip to content

সূরা কদর - শব্দ দ্বারা শব্দ

Al-Qadr

(al-Q̈adr)

bismillaahirrahmaanirrahiim

اِنَّآ اَنْزَلْنٰهُ فِيْ لَيْلَةِ الْقَدْرِ ١

innā
إِنَّآ
নিশ্চয়ই
anzalnāhu
أَنزَلْنَٰهُ
তা আমরা অবতীর্ণ করেছি
فِى
মধ্যে
laylati
لَيْلَةِ
রাতের
l-qadri
ٱلْقَدْرِ
কদরের/ মহিমার
আমি কুরআনকে কাদরের রাতে নাযিল করেছি, ([৯৭] কদর: ১)
ব্যাখ্যা

وَمَآ اَدْرٰىكَ مَا لَيْلَةُ الْقَدْرِۗ ٢

wamā
وَمَآ
এবং কিসে
adrāka
أَدْرَىٰكَ
তোমাকে জানাবে
مَا
কি সেই
laylatu
لَيْلَةُ
রাত
l-qadri
ٱلْقَدْرِ
কদরের
তুমি কি জান ক্বাদরের রাত কী? ([৯৭] কদর: ২)
ব্যাখ্যা

لَيْلَةُ الْقَدْرِ ەۙ خَيْرٌ مِّنْ اَلْفِ شَهْرٍۗ ٣

laylatu
لَيْلَةُ
রাত
l-qadri
ٱلْقَدْرِ
কদরের
khayrun
خَيْرٌ
শ্রেষ্ঠ
min
مِّنْ
হতেও
alfi
أَلْفِ
হাজার
shahrin
شَهْرٍ
মাস
ক্বাদরের রাত হাজার মাসের চেয়েও অধিক উত্তম, ([৯৭] কদর: ৩)
ব্যাখ্যা

تَنَزَّلُ الْمَلٰۤىِٕكَةُ وَالرُّوْحُ فِيْهَا بِاِذْنِ رَبِّهِمْۚ مِنْ كُلِّ اَمْرٍۛ ٤

tanazzalu
تَنَزَّلُ
অবতীর্ণ হয়
l-malāikatu
ٱلْمَلَٰٓئِكَةُ
ফেরেশতারা
wal-rūḥu
وَٱلرُّوحُ
এবং রূহ (জিব্রাঈল)
fīhā
فِيهَا
তার মধ্যে
bi-idh'ni
بِإِذْنِ
অনুমতিক্রমে
rabbihim
رَبِّهِم
তাদের রবের
min
مِّن
প্রত্যেক
kulli
كُلِّ
সব
amrin
أَمْرٍ
কাজে
এ রাতে ফেরেশতা আর রূহ তাদের রব-এর অনুমতিক্রমে প্রত্যেক কাজে অবতীর্ণ হয়। ([৯৭] কদর: ৪)
ব্যাখ্যা

سَلٰمٌ ۛهِيَ حَتّٰى مَطْلَعِ الْفَجْرِ ࣖ ٥

salāmun
سَلَٰمٌ
শান্তির
hiya
هِىَ
সেই (রাত)
ḥattā
حَتَّىٰ
পর্যন্ত
maṭlaʿi
مَطْلَعِ
উদয়
l-fajri
ٱلْفَجْرِ
ঊষার
(এ রাতে বিরাজ করে) শান্তি আর শান্তি- ফজর উদয় হওয়া পর্যন্ত। ([৯৭] কদর: ৫)
ব্যাখ্যা