কুরআন মজীদ সূরা আলাক আয়াত ৯
Qur'an Surah Al-'Alaq Verse 9
আলাক [৯৬]: ৯ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَرَاَيْتَ الَّذِيْ يَنْهٰىۙ (العلق : ٩٦)
- ara-ayta
- أَرَءَيْتَ
- Have you seen
- তুমি দেখেছ কি
- alladhī
- ٱلَّذِى
- the one who
- (তাকে) যে
- yanhā
- يَنْهَىٰ
- forbids
- বাধা দেয়
Transliteration:
Ara-aital lazee yanhaa(QS. al-ʿAlaq̈:9)
English Sahih International:
Have you seen the one who forbids (QS. Al-'Alaq, Ayah ৯)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে, (আলাক, আয়াত ৯)
Tafsir Ahsanul Bayaan
তুমি কি তাকে দেখেছ, যে বারণ করে--
Tafsir Abu Bakr Zakaria
আমাকে জানাও (এবং আশ্চর্য হও) তার সম্পর্কে, যে বাধা দেয়,
Tafsir Bayaan Foundation
তুমি কি তাকে দেখেছ যে নিষেধ করে।
Muhiuddin Khan
আপনি কি তাকে দেখেছেন, যে নিষেধ করে
Zohurul Hoque
তুমি কি তাকে দেখেছ যে বারণ করে --