Skip to content

কুরআন মজীদ সূরা আলাক আয়াত ৪

Qur'an Surah Al-'Alaq Verse 4

আলাক [৯৬]: ৪ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِۙ (العلق : ٩٦)

alladhī
ٱلَّذِى
The One Who
যিনি
ʿallama
عَلَّمَ
taught
শিখিয়েছেন
bil-qalami
بِٱلْقَلَمِ
by the pen
কলম দিয়ে

Transliteration:

Al lazee 'allama bil qalam (QS. al-ʿAlaq̈:4)

English Sahih International:

Who taught by the pen (QS. Al-'Alaq, Ayah ৪)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, (আলাক, আয়াত ৪)

Tafsir Ahsanul Bayaan

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন। [১]

[১] قَلم অর্থ হল কাটা, চাঁছা বা ছিলা। পূর্ব যুগে লোকেরা কেটে বা চেঁছে কলম তৈরী করত। এই জন্য লেখার যন্ত্রকে কলম বলা হয়। কিছু ইলম (জ্ঞান) তো মানুষের স্মৃতিতে থাকে, কিছু আবার জিহবা দ্বারা প্রকাশ করা হয়, আর কিছু ইলম মানুষ কলম দ্বারা কাগজে লিখে হিফাযত করে থাকে। মস্তিষ্ক ও স্মৃতিতে যা থাকে তা মানুষের সাথে চলে যায়। জিহ্বা দ্বারা যা প্রকাশ করা হয়, তাও সংরক্ষিত

Tafsir Abu Bakr Zakaria

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন [১] –

[১] মানব সৃষ্টির কথা বর্ণনার পর এখানে মানুষের শিক্ষার প্রসঙ্গটি উল্লেখিত হয়েছে। মহান আল্লাহ্র অশেষ মেহেরবানী যে, তিনি মানুষকে কলমের মাধ্যমে তথা লেখার শিক্ষা দান করেছেন। তা না হলে মানুষের মধ্যে জ্ঞানের উন্নতি, বংশানুক্রমিক ক্ৰমবিকাশ সম্ভব হত না। জ্ঞান, প্রজ্ঞা, পূর্ববর্তীদের জীবন-কাহিনী, আসমানী-কিতাব সব কিছুই সংরক্ষিত হয়েছে লেখনির মাধ্যমে। কলম না থাকলে, দ্বীন এবং দুনিয়ার কোন কিছুই পূর্ণরূপে গড়ে উঠত না। [ফাতহুল কাদীর] হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, “আল্লাহ্ তা‘আলা যখন প্রথম সবকিছু সৃষ্টি করেন, তখন আরশে তার কাছে রক্ষিত কিতাবে একথা লিপিবদ্ধ করেন যে, আমার রহমত আমার ক্রোধের উপর প্রবল থাকবে।” [বুখারী; ৩১৯৪, ৭৫৫৩, মুসলিম; ২৭৫১] হাদীসে আরও বলা হয়েছে, “আল্লাহ্ তা‘আলা সর্বপ্রথম কলম সৃষ্টি করেন এবং তাকে লেখার নির্দেশ দেন। সেমতে কলম কেয়ামত পর্যন্ত যা কিছু হবে, সব লিখে ফেলে। ” [মুসনাদে আহমাদ; ৫/৩১৭]

Tafsir Bayaan Foundation

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন।

Muhiuddin Khan

যিনি কলমের সাহায্যে শিক্ষা দিয়েছেন,

Zohurul Hoque

যিনি শিক্ষা দিয়েছেন কলমের সাহায্যে,