Skip to content

কুরআন মজীদ সূরা আলাক আয়াত ১৭

Qur'an Surah Al-'Alaq Verse 17

আলাক [৯৬]: ১৭ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

فَلْيَدْعُ نَادِيَهٗۙ (العلق : ٩٦)

falyadʿu
فَلْيَدْعُ
Then let him call
অতএব সে যেন ডাকে
nādiyahu
نَادِيَهُۥ
his associates
তার দোসরদেরকে

Transliteration:

Fal yad'u naadiyah (QS. al-ʿAlaq̈:17)

English Sahih International:

Then let him call his associates; (QS. Al-'Alaq, Ayah ১৭)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

কাজেই সে তার সভাষদদের ডাকুক। (আলাক, আয়াত ১৭)

Tafsir Ahsanul Bayaan

অতএব সে তার পারিষদবর্গকে আহবান করুক।

Tafsir Abu Bakr Zakaria

অতএব সে তার পারিষদকে ডেকে আনুক !

Tafsir Bayaan Foundation

অতএব, সে তার সভাসদদের আহবান করুক।

Muhiuddin Khan

অতএব, সে তার সভাসদদেরকে আহবান করুক।

Zohurul Hoque

তাহলে সে ডাকুক তার সাঙ্গোপাঙ্গদের,