কুরআন মজীদ সূরা আলাক আয়াত ১৫
Qur'an Surah Al-'Alaq Verse 15
আলাক [৯৬]: ১৫ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
كَلَّا لَىِٕنْ لَّمْ يَنْتَهِ ەۙ لَنَسْفَعًاۢ بِالنَّاصِيَةِۙ (العلق : ٩٦)
- kallā
- كَلَّا
- Nay!
- সাবধান
- la-in
- لَئِن
- If
- অবশ্যই যদি
- lam
- لَّمْ
- not
- না
- yantahi
- يَنتَهِ
- he desists
- সে বিরত হয়
- lanasfaʿan
- لَنَسْفَعًۢا
- surely We will drag him
- আমরা অবশ্যই টানবো
- bil-nāṣiyati
- بِٱلنَّاصِيَةِ
- by the forelock
- মাথার সামনের চুল ধরে
Transliteration:
Kalla la illam yantahi la nasfa'am bin nasiyah(QS. al-ʿAlaq̈:15)
English Sahih International:
No! If he does not desist, We will surely drag him by the forelock (QS. Al-'Alaq, Ayah ১৫)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
না, (সে যা করতে চায়) তা কক্ষনো করতে পারবে না, সে যদি বিরত না হয় তাহলে আমি অবশ্যই তার মাথার সামনের চুলগুচ্ছ ধরে হেঁচড়ে নিয়ে যাব- (আলাক, আয়াত ১৫)
Tafsir Ahsanul Bayaan
সাবধান! সে যদি নিবৃত্ত না হয় তাহলে আমি (তাকে) অবশ্যই টেনে-হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের ঝুঁটি ধরে। [১]
[১] অর্থাৎ, নবী (সাঃ)-এর বিরুদ্ধাচরণ ও দুশমনী করা হতে এবং তাঁকে নামায পড়া থেকে বাধা দেওয়া হতে বিরত না হয়, তাহলে আমি তার কপালে উপরিভাগের কেশগুচ্ছ ধরে টান দেব। হাদীসে বর্ণিত যে, একদা আবু জাহল বলেছিল যে, 'যদি মুহাম্মাদ কা'বার নিকট নামায পড়া হতে বিরত না হয়, তাহলে আমি তার গর্দানে পা রেখে দেব।' অর্থাৎ, তাকে পদদলিত করব এবং দস্তরমত লাঞ্ছিত করব। নবী (সাঃ) এর কানে এ কথা পৌঁছলে তিনি বললেন, "যদি সে তা করত, তাহলে ফিরিশতা তাকে ধরে ফেলতেন।" (সহীহ বুখারী তাফসীর সূরা আলাক ৯৬ পরিচ্ছেদ।)
Tafsir Abu Bakr Zakaria
কখনো নয়, সে যদি বিরত না হয় তবে আমরা তাকে অবশ্যই হেঁচড়ে নিয়ে যাব, মাথার সামনের চুলের গুচ্ছ ধরে [১]-----
[১] سفع এর অর্থ কোন কিছু ধরে কঠোরভাবে হেঁচড়ানো। আর ناصية শব্দের অর্থ কপালের
উপরিভাগের কেশগুচ্ছ। আরবদের মধ্যে রীতি ছিল যে, কারও অতি অসম্মান করার জন্য এই কেশগুচ্ছ মুঠোর ভেতরে নেয়া হত। [কুরতুবী]
Tafsir Bayaan Foundation
কখনো নয়, যদি সে বিরত না হয়, তবে আমি তাকে কপালের সম্মুখভাগের চুল ধরে টেনে- হিঁচড়ে নিয়ে যাব।
Muhiuddin Khan
কখনই নয়, যদি সে বিরত না হয়, তবে আমি মস্তকের সামনের কেশগুচ্ছ ধরে হেঁচড়াবই-
Zohurul Hoque
না, যদি সে না থামে তবে আমরা নিশ্চয় টেনে ধরব কপালের চুলের গোছা --