Skip to content

সূরা আলাক - শব্দ দ্বারা শব্দ

Al-'Alaq

(al-ʿAlaq̈)

bismillaahirrahmaanirrahiim

اِقْرَأْ بِاسْمِ رَبِّكَ الَّذِيْ خَلَقَۚ ١

iq'ra
ٱقْرَأْ
(হে নবী) পড়
bi-is'mi
بِٱسْمِ
নামে
rabbika
رَبِّكَ
তোমার রবের
alladhī
ٱلَّذِى
যিনি
khalaqa
خَلَقَ
সৃষ্টি করেছেন
পাঠ কর তোমার প্রতিপালকের নামে যিনি সৃষ্টি করেছেন, ([৯৬] আলাক: ১)
ব্যাখ্যা

خَلَقَ الْاِنْسَانَ مِنْ عَلَقٍۚ ٢

khalaqa
خَلَقَ
সৃষ্টি করেছেন
l-insāna
ٱلْإِنسَٰنَ
মানুষকে
min
مِنْ
থেকে
ʿalaqin
عَلَقٍ
জমাট রক্তপিণ্ড
সৃষ্টি করেছেন মানুষকে জমাট-বাঁধা রক্তপিন্ড হতে। ([৯৬] আলাক: ২)
ব্যাখ্যা

اِقْرَأْ وَرَبُّكَ الْاَكْرَمُۙ ٣

iq'ra
ٱقْرَأْ
পড়
warabbuka
وَرَبُّكَ
আর তোমার রব
l-akramu
ٱلْأَكْرَمُ
বড়ই অনুগ্রহশীল
পাঠ কর, আর তোমার রব বড়ই অনুগ্রহশীল। ([৯৬] আলাক: ৩)
ব্যাখ্যা

الَّذِيْ عَلَّمَ بِالْقَلَمِۙ ٤

alladhī
ٱلَّذِى
যিনি
ʿallama
عَلَّمَ
শিখিয়েছেন
bil-qalami
بِٱلْقَلَمِ
কলম দিয়ে
যিনি শিক্ষা দিয়েছেন কলম দিয়ে, ([৯৬] আলাক: ৪)
ব্যাখ্যা

عَلَّمَ الْاِنْسَانَ مَا لَمْ يَعْلَمْۗ ٥

ʿallama
عَلَّمَ
শিখিয়েছেন
l-insāna
ٱلْإِنسَٰنَ
মানুষকে (এমন জ্ঞান)
مَا
যা
lam
لَمْ
না
yaʿlam
يَعْلَمْ
সে জানতো
শিক্ষা দিয়েছেন মানুষকে যা সে জানত না, ([৯৬] আলাক: ৫)
ব্যাখ্যা

كَلَّآ اِنَّ الْاِنْسَانَ لَيَطْغٰىٓ ۙ ٦

kallā
كَلَّآ
কখনও নয়
inna
إِنَّ
নিশ্চয়ই
l-insāna
ٱلْإِنسَٰنَ
মানুষ
layaṭghā
لَيَطْغَىٰٓ
অবশ্যই সীমালঙ্ঘন করে
না (এমন আচরণ করা) মোটেই ঠিক নয়, মানুষ অবশ্যই সীমালঙ্ঘন করে, ([৯৬] আলাক: ৬)
ব্যাখ্যা

اَنْ رَّاٰهُ اسْتَغْنٰىۗ ٧

an
أَن
(এ কারণে) যে
raāhu
رَّءَاهُ
নিজেকে মনে করে
is'taghnā
ٱسْتَغْنَىٰٓ
অভাবমুক্ত
কারণ, সে নিজেকে অভাবমুক্ত মনে করে, ([৯৬] আলাক: ৭)
ব্যাখ্যা

اِنَّ اِلٰى رَبِّكَ الرُّجْعٰىۗ ٨

inna
إِنَّ
নিশ্চয়ই
ilā
إِلَىٰ
কাছে
rabbika
رَبِّكَ
তোমার রবের
l-ruj'ʿā
ٱلرُّجْعَىٰٓ
প্রত্যাবর্তন হবে
নিঃসন্দেহে (সকলকে) ফিরে যেতে হবে তোমার প্রতিপালকের দিকে। ([৯৬] আলাক: ৮)
ব্যাখ্যা

اَرَاَيْتَ الَّذِيْ يَنْهٰىۙ ٩

ara-ayta
أَرَءَيْتَ
তুমি দেখেছ কি
alladhī
ٱلَّذِى
(তাকে) যে
yanhā
يَنْهَىٰ
বাধা দেয়
তুমি কি তাকে (অর্থাৎ আবূ জাহলকে) দেখেছ যে নিষেধ করে, ([৯৬] আলাক: ৯)
ব্যাখ্যা
১০

عَبْدًا اِذَا صَلّٰىۗ ١٠

ʿabdan
عَبْدًا
এক বান্দাকে
idhā
إِذَا
যখন
ṣallā
صَلَّىٰٓ
সে সালাত পড়ে
এক বান্দাহকে [অর্থাৎ রসূলুল্লাহ (সা.)-কে] যখন সে নামায আদায় করতে থাকে? ([৯৬] আলাক: ১০)
ব্যাখ্যা