কুরআন মজীদ সূরা ত্বীন আয়াত ৮
Qur'an Surah At-Tin Verse 8
ত্বীন [৯৫]: ৮ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
اَلَيْسَ اللّٰهُ بِاَحْكَمِ الْحٰكِمِيْنَ ࣖ (التين : ٩٥)
- alaysa
- أَلَيْسَ
- Is not
- নন কি
- l-lahu
- ٱللَّهُ
- Allah
- আল্লাহ
- bi-aḥkami
- بِأَحْكَمِ
- (the) Most Just
- শ্রেষ্ঠ বিচারক
- l-ḥākimīna
- ٱلْحَٰكِمِينَ
- (of) the Judges?
- সব বিচারকের
Transliteration:
Alai sal laahu bi-ahkamil haakimeen(QS. at-Tīn:8)
English Sahih International:
Is not Allah the most just of judges? (QS. At-Tin, Ayah ৮)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম (বিচারক) নন? (ত্বীন, আয়াত ৮)
Tafsir Ahsanul Bayaan
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠ বিচারক নন? [১]
[১] অর্থাৎ, আল্লাহ কারো প্রতি অবিচার করেন না। আর তাঁর সুবিচারের দাবী এই যে, তিনি কিয়ামত সংঘটিত করবেন এবং যাদের উপর দুনিয়ায় যুলুম করা হয়েছে তাদেরকে পূর্ণ বদলা দিয়ে দেওয়া হবে।
প্রকাশ থাকে যে, এই সূরার শেষে 'বালা অআনা আলা যা-লিকা মিনাশ শাহিদীন' বলার হাদীস সহীহ নয়। (তিরমিযী)
Tafsir Abu Bakr Zakaria
আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন [১] ?
[১] আল্লাহ্ তা‘আলা কি সব বিচারকের মহাবিচারক নন? তিনি কি সকল শাসকবর্গের মধ্যে সর্বোত্তম শাসক নন? এই ন্যায় বিচারের অতি গুরুত্বপূর্ণ অংশ হল প্রত্যেক অপরাধীকে তার শাস্তি ও প্রত্যেক সৎকর্মীকে তার উপযুক্ত পুরস্কার প্রদান করা। বিচারকদের শ্রেষ্ঠবিচারক আল্লাহ্ তা‘আলা মানুষকে সৃষ্টি করেছেন, এক পর্যায় থেকে অন্য পর্যায়ে উপনীত করেছেন পরিপূর্ণ ন্যায় ও প্রজ্ঞার সাথে; তবুও কি তিনি মানুষের কৃতকর্মের উপযুক্ত প্রতিদানও দেবেন না? [বাদা’ই‘উত তাফসীর]
Tafsir Bayaan Foundation
আল্লাহ কি বিচারকদের শ্রেষ্ঠ বিচারক নন?
Muhiuddin Khan
আল্লাহ কি বিচারকদের মধ্যে শ্রেষ্টতম বিচারক নন?
Zohurul Hoque
আল্লাহ্ কি বিচারকদের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিচারক নন?