Skip to content

কুরআন মজীদ সূরা ত্বীন আয়াত ২

Qur'an Surah At-Tin Verse 2

ত্বীন [৯৫]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَطُوْرِ سِيْنِيْنَۙ (التين : ٩٥)

waṭūri
وَطُورِ
And (the) Mount
শপথ তুর পর্বতের
sīnīna
سِينِينَ
Sinai
সিনাই

Transliteration:

Wa toori sineen (QS. at-Tīn:2)

English Sahih International:

And [by] Mount Sinai . (QS. At-Tin, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ সিনাই পর্বতের (যা নবী মূসার স্মৃতি বিজড়িত), (ত্বীন, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

শপথ ‘সিনাই’ পর্বতের। [১]

[১] এটা হল সেই 'ত্বূর পাহাড়' যে স্থানে আল্লাহ তাআলা মূসা (আঃ)-এর সাথে কথোপকথন করেছিলেন।

Tafsir Abu Bakr Zakaria

শপথ ‘তুরে সীনীন’ [১]-এর ,

[১] বলা হয়েছে “তুরে সীনীন”। এর অর্থ, সীনীন অঞ্চলের তুর পর্বত। এ পাহাড়ে আল্লাহ্ তা‘আলা মূসা আলাইহিস্ সালামের সাথে কথা বলেছিলেন। [মুয়াসসার] এ পাহাড় সীনীন উপত্যকায় অবস্থিত, যার অপর নাম সাইনা। আর সাইনা বা সিনাই মিসর ও ফিলিস্তিন দেশের মধ্যে একটি মরুভূমি। [আত-তাহরীর ওয়াত-তানওয়ীৱ]

Tafsir Bayaan Foundation

কসম ‘সিনাই’ পর্বতের,

Muhiuddin Khan

এবং সিনাই প্রান্তরস্থ তূর পর্বতের,

Zohurul Hoque

আর সিনাই পর্বতের কথা,