Skip to content

কুরআন মজীদ সূরা ত্বীন আয়াত ১

Qur'an Surah At-Tin Verse 1

ত্বীন [৯৫]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالتِّيْنِ وَالزَّيْتُوْنِۙ (التين : ٩٥)

wal-tīni
وَٱلتِّينِ
By the fig
শপথ তীন (ডুমুর)
wal-zaytūni
وَٱلزَّيْتُونِ
and the olive
এবং যয়তুনের (জলপাই)

Transliteration:

Wat teeni waz zaitoon (QS. at-Tīn:1)

English Sahih International:

By the fig and the olive (QS. At-Tin, Ayah ১)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ তীন ও যায়তূন-এর (যা জন্মে সিরিয়া ও ফিলিস্তিন এলাকায় যে স্থান বহু পুণ্যময় নবী ও রসূলের স্মৃতিতে ধন্য)। (ত্বীন, আয়াত ১)

Tafsir Ahsanul Bayaan

শপথ তীন ও যাইতূনের। [১]

[১] ('তীন' ডুমুরজাতীয় এক প্রকার মিষ্টি ফল; যার গাছ ও ফল ডুমুর গাছ ও ফলের মতই দেখতে। উর্দুতে 'আনজীর' তর্জমা দেখে তা আমাদের দেশের 'পেয়ারা' 'আঞ্জীর' বা 'আমসপেরা' মনে করা ভুল। যয়তূনকে ইংরেজীতে 'অলিভ' বলা হয়। বাংলাতে এর অনুবাদ 'জলপাই' করা হয়ে থাকে।) -সম্পাদক

Tafsir Abu Bakr Zakaria

শপথ ‘তীন’ ও ‘যায়তুন” [১] – এর ,

সূরা সম্পর্কিত তথ্যঃ

বারা ইবনে আযেব রাদিয়াল্লাহু ‘আনহু বলেন, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার সফরে দু’রাকা‘আতের যে কোন রাকা‘আতে সূরা আত-তীন পড়লেন। আমি তার মত সুন্দর স্বর ও পড়া আর কোন দিন শুনিনি।” [বুখারী; ৭৬৭, ৬৭৯, ৪৯৫২, মুসলিম; ৪৬8, আবু দাউদ; ১২২১, তিরমিয়ী; ৩১০]

-----------------------

[১] এর ব্যাখ্যায় মুফাসসিরগণের মধ্যে মতপার্থক্য দেখা যায়। হাসান বসরী, ইকরামাহ, আতা ইবনে আবী রাবাহ, জাবের ইবনে যায়েদ, মুজাহিদ ও ইবরাহীম নাখ‘য়ী রাহেমাহুমুল্লাহ বলেন, তীন বা আঞ্জির (গোল হালকা কালচে বর্ণের এক রকম মিষ্টি ফল) বলতে এই সাধারণ তীনকে বুঝানো হয়েছে, যা লোকেরা খায়। আর যায়তুন বলতেও এই যায়তূনই বুঝানো হয়েছে, যা থেকে তেল বের করা হয়। [কুরতুবী, তাবারী] কোন কোন মুফাসসির বলেন তীন ও যায়তূন শব্দের অর্থ এই ফল দু‘টি উৎপাদনের সমগ্ৰ এলাকা হতে পারে। আর এটি হচ্ছে সিরিয়া ও ফিলিস্তীন এলাকা। কারণ সে যুগের আরবে তীন ও যায়তূন উৎপাদনের জন্য এ দু’টি এলাকাই পরিচিত ছিল। ইবনে তাইমিয়া ও ইবনুল কাইয়েম রাহেমাহুমুল্লাহ এই ব্যাখ্যা অবলম্বন করেছেন। অন্যদিকে ইবনে জারীর প্রথম বক্তব্যটিকে অগ্ৰাধিকার দিলেও একথা মেনে নিয়েছেন যে, তীন ও যায়তূন দ্বারা এই ফল দু’টি উৎপাদনের এলাকা উদ্দেশ্য হতে পারে।

Tafsir Bayaan Foundation

কসম ‘তীন ও যায়তূন’ এর।

Muhiuddin Khan

শপথ আঞ্জীর (ডুমুর) ও যয়তুনের,

Zohurul Hoque

ভাবো ডুমুরেব, আর জলপাইয়ের কথা;