Skip to content

কুরআন মজীদ সূরা আদ্ব-দ্বোহা আয়াত ৩

Qur'an Surah Ad-Duhaa Verse 3

আদ্ব-দ্বোহা [৯৩]: ৩ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

مَا وَدَّعَكَ رَبُّكَ وَمَا قَلٰىۗ (الضحى : ٩٣)

مَا
Not
না
waddaʿaka
وَدَّعَكَ
has forsaken you
তোমাকে ত্যাগ করেছেন
rabbuka
رَبُّكَ
your Lord
তোমার রব
wamā
وَمَا
and not
আর না
qalā
قَلَىٰ
He is displeased
অসন্তুষ্ট হয়েছেন

Transliteration:

Ma wad da'aka rabbuka wa ma qalaa (QS. aḍ-Ḍuḥā:3)

English Sahih International:

Your Lord has not taken leave of you, [O Muhammad], nor has He detested [you]. (QS. Ad-Duhaa, Ayah ৩)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

তোমার প্রতিপালক তোমাকে কক্ষনো পরিত্যাগ করেননি, আর তিনি অসন্তুষ্টও নন। (আদ্ব-দ্বোহা, আয়াত ৩)

Tafsir Ahsanul Bayaan

তোমার প্রতিপালক তোমাকে পরিত্যাগ করেননি এবং তোমার প্রতি বিরূপও হননি। [১]

[১] যেমন কাফেররা মনে করছে।

Tafsir Abu Bakr Zakaria

আপনার রব আপনাকে পরিত্যাগ করেন নি [১] এবং শক্ৰতাও করেন নি।

[১] এ অনুবাদটি অনেক মুফাসসির করেছেন। [মুয়াসসার, জালালাইন] এখানে ودع এর আরেকটি অর্থ হতে পারে, আর তা হলো, বিদায় দেয়া। [ফাতহুল কাদীর, আদ্ওয়াউল বায়ান]

Tafsir Bayaan Foundation

তোমার রব তোমাকে পরিত্যাগ করেননি এবং অসন্তুষ্টও হননি।

Muhiuddin Khan

আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেনি এবং আপনার প্রতি বিরূপও হননি।

Zohurul Hoque

তোমার প্রভু তোমাকে পরিত্যাগ করেন নি, এবং তিনি অসন্তষ্টও নন।