Skip to content

কুরআন মজীদ সূরা আদ্ব-দ্বোহা আয়াত ২

Qur'an Surah Ad-Duhaa Verse 2

আদ্ব-দ্বোহা [৯৩]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالَّيْلِ اِذَا سَجٰىۙ (الضحى : ٩٣)

wa-al-layli
وَٱلَّيْلِ
And the night
শপথ রাতের
idhā
إِذَا
when
যখন
sajā
سَجَىٰ
it covers with darkness
নিঝুম হয়

Transliteration:

Wal laili iza sajaa (QS. aḍ-Ḍuḥā:2)

English Sahih International:

And [by] the night when it covers with darkness, (QS. Ad-Duhaa, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

রাতের শপথ যখন তা হয় শান্ত-নিঝুম, (আদ্ব-দ্বোহা, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

শপথ রাত্রির; যখন তা সমাচ্ছন্ন করে ফেলে। [১]

[১] سَجَى শব্দের অর্থ হল নিঝুম হওয়া। অর্থাৎ, যখন রাত্রি নিঝুম হয়ে যায় এবং তার অন্ধকার পূর্ণরূপে ছেয়ে যায়। যেহেতু তখনই প্রত্যেক জীব স্থির ও শান্ত হয়ে যায়।

Tafsir Abu Bakr Zakaria

শপথ রাতের যখন তা হয় নিঝুম [১] –

[১] এখানে سجى এর আরেকটি অর্থ হতে পারে। আর তা হলো, অন্ধকারাচ্ছন্ন হওয়া। এখানে দিনের আলো ও রাতের নীরবতা বা অন্ধকারের কসম খেয়ে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলা হয়েছে, আপনার রব আপনাকে বিদায় দেন নি এবং আপনার প্রতি শক্ৰতাও পোষণ করেন নি। একথার জন্য যে সম্বন্ধের ভিত্তিতে এই দু’টি জিনিসের কসম খাওয়া হয়েছে তা সম্ভবত এই যে, রাতের নিঝুমতা ও অন্ধকারাচ্ছন্নতার পর দিনের আলোকমালায় উদ্ভাসিত হওয়ার মতই যেন বিরতির অন্ধকারের পর অহী আগমনের আলো উদ্ভাসিত হয়েছে। [বাদা’ই‘উত তাফসীর]

Tafsir Bayaan Foundation

কসম রাতের যখন তা অন্ধকারাচ্ছন্ন হয়।

Muhiuddin Khan

শপথ রাত্রির যখন তা গভীর হয়,

Zohurul Hoque

আর রাত্রির কথা যখন তা অন্ধকার ছড়িয়ে দেয়।