Skip to content

কুরআন মজীদ সূরা আদ্ব-দ্বোহা আয়াত ১০

Qur'an Surah Ad-Duhaa Verse 10

আদ্ব-দ্বোহা [৯৩]: ১০ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَاَمَّا السَّاۤىِٕلَ فَلَا تَنْهَرْ (الضحى : ٩٣)

wa-ammā
وَأَمَّا
And as for
আর ক্ষেত্রে
l-sāila
ٱلسَّآئِلَ
him who asks
প্রার্থীর
falā
فَلَا
then (do) not
তাই না
tanhar
تَنْهَرْ
repel
তিরস্কার করো

Transliteration:

Wa am mas saa-ila fala tanhar (QS. aḍ-Ḍuḥā:10)

English Sahih International:

And as for the petitioner, do not repel [him]. (QS. Ad-Duhaa, Ayah ১০)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

এবং ভিক্ষুককে ধমক দিবে না। (আদ্ব-দ্বোহা, আয়াত ১০)

Tafsir Ahsanul Bayaan

এবং ভিক্ষুককে ধমক দিও না। [১]

[১] তার প্রতি কোন প্রকার কঠোরতা প্রদর্শন করো না এবং অহংকারও নয়। কর্কশ ও কড়া ভাষা ব্যবহার করো না। বরং (ভিক্ষা না দিয়ে) জওয়াব দিলেও স্নেহ ও মহব্বতের সাথে (মিষ্টি কথায়) জওয়াব দাও।

Tafsir Abu Bakr Zakaria

আর প্রার্থীকে ভর্ৎসনা করবেন না [১]।

[১] দ্বিতীয় নির্দেশ হচ্ছে, অর্থগত ও জ্ঞানগত প্রার্থীকে ধমক বা ভৎর্সনা করতে রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম-কে নিষেধ করা হয়েছে। যদি ‘প্রার্থী’ বলে এখানে সাহায্য প্রার্থনাকারী অভাবী ধরা হয় তাহলে এর অর্থ হয়, তাকে সাহায্য করতে পারলে করুন আর না করতে পারলে কমল স্বরে তাকে নিজের অক্ষমতা বুঝিয়ে দিন। কিন্তু কোনক্রমে তার সাথে রূঢ় ব্যবহার করবেন না। এই অর্থের দিক দিয়ে এই নির্দেশটিকে আল্লাহ্র সেই অনুগ্রহের জবাবে দেয়া হয়েছে, যাতে বলা হয়েছে “আপনি অভাবী ছিলেন তারপর আল্লাহ্ আপনাকে ধনী করে দিয়েছেন।” আর যদি ‘প্রার্থী’কে জিজ্ঞেসকারী অর্থাৎ দ্বীনের কোন বিষয় বা বিধান জিজ্ঞেসকারী অর্থে ধরা হয় তাহলে এর অর্থ হয়, এই ধরনের লোক যতই মূর্খ ও অজ্ঞ হোক না কেন এবং যতই অযৌক্তিক পদ্ধতিতে সে প্রশ্ন করুক বা নিজের মানসিক সংকট উপস্থাপন করুক না কেন, সকল অবস্থায়ই স্নেহশীলতা ও কোমলতা সহকারে তাকে জবাব দিন এবং ধমক দিয়ে বা কড়া কথা বলে তাদেরকে তাড়িয়ে দিবেন না। এই অর্থের দিক দিয়ে এই বাণীটিকে আল্লাহ্র সেই অনুগ্রহের জবাবে দেয়া হয়েছে, যাতে বলা হয়েছে “আপনি পথের খোঁজ জানতেন না তারপর তিনিই আপনাকে পথনির্দেশনা দিয়েছেন।” আয়াত থেকে বোঝা গেল যে, সাহায্য প্রার্থীকে কিছু দিয়ে বিদায় করা এবং দিতে না পারলে নরম ভাষায় অক্ষমতা প্ৰকাশ করা উচিত। এমনিভাবে যে ব্যক্তি কোন শিক্ষণীয় বিষয় জানতে চায় তার জওয়াবেও কঠোরতা ও দুর্ব্যবহার করা নিষেধ। [দেখুন,সা‘দী; আদ্ওয়াউল বায়ান]

Tafsir Bayaan Foundation

আর ভিক্ষুককে তুমি ধমক দিওনা।

Muhiuddin Khan

সওয়ালকারীকে ধমক দেবেন না।

Zohurul Hoque

আর সাহায্যপ্রার্থীর ক্ষেত্রে -- তুমি তবে হাঁকিয়ে দিয়ো না।