কুরআন মজীদ সূরা আদ্ব-দ্বোহা আয়াত ১
Qur'an Surah Ad-Duhaa Verse 1
আদ্ব-দ্বোহা [৯৩]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَالضُّحٰىۙ (الضحى : ٩٣)
- wal-ḍuḥā
- وَٱلضُّحَىٰ
- By the morning brightness
- শপথ প্রথম প্রহরের
Transliteration:
Wad duhaa(QS. aḍ-Ḍuḥā:1)
English Sahih International:
By the morning brightness . (QS. Ad-Duhaa, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
সকালের উজ্জ্বল আলোর শপথ, (আদ্ব-দ্বোহা, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
শপথ পূর্বাহ্নের (দিনের প্রথম ভাগের)। [১]
[১] ضُحى পূর্বাহ্ন বা চাশতের অক্ত্ ঐ সময়কে বলা হয়, যখন (সকালে) সূর্য একটু উঁচুতে ওঠে। কিন্তু এখানে উদ্দেশ্য পূর্ণ দিন।
Tafsir Abu Bakr Zakaria
শপথ পূর্বাহ্নের,
সূরা সম্পর্কিত তথ্যঃ
এই সূরা অবতরণের কারণ সম্পর্কে হাদীসে এসেছে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার অসুস্থ হলেন ফলে তিনি একরাত বা দু‘রাত সালাত আদায়ের জন্য বের হলেন না। তখন এক মহিলা এসে বলল, মুহাম্মাদ আমি তো দেখছি তোমার শয়তান তোমাকে ত্যাগ করেছে, এক রাত বা দু’রাত তো তোমার কাছেও আসেনি। এরই পরিপ্রেক্ষিতে উপরোক্ত আয়াত নাযিল হয়৷ [বুখারী; ৪৯৫০, ৪৯৫১, ৪৯৮৩] অন্য বর্ণনায় এসেছে, একবার রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিকট ওহী আসতে বিলম্ব হয়, এতে করে মুশরিকরা বলতে শুরু করে যে, মুহাম্মদকে তার আল্লাহ্ পরিত্যাগ করেছেন ও তার প্রতি রুষ্ট হয়েছেন। এরই প্রেক্ষিতে সূরা আদ-দ্বোহা অবতীর্ণ হয়। [মুসলিম; ১৭৯৭]
Tafsir Bayaan Foundation
কসম পূর্বাহ্নের,
Muhiuddin Khan
শপথ পূর্বাহ্নের,
Zohurul Hoque
ভাবো পূর্বাহ্নের সূর্যকিরণের কথা;