১১
وَاَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ ࣖ ١١
- wa-ammā
- وَأَمَّا
- আর প্রসঙ্গ
- biniʿ'mati
- بِنِعْمَةِ
- অনুগ্রহের
- rabbika
- رَبِّكَ
- তোমার রবের
- faḥaddith
- فَحَدِّثْ
- অতঃপর বর্ণনা করো
আর তুমি তোমার রব-এর নি‘মাতকে (তোমার কথা, কাজকর্ম ও আচরণের মাধ্যমে) প্রকাশ করতে থাক। ([৯৩] আদ্ব-দ্বোহা: ১১)ব্যাখ্যা