কুরআন মজীদ সূরা আল লায়ল আয়াত ১
Qur'an Surah Al-Layl Verse 1
আল লায়ল [৯২]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَالَّيْلِ اِذَا يَغْشٰىۙ (الليل : ٩٢)
- wa-al-layli
- وَٱلَّيْلِ
- By the night
- শপথ রাতের
- idhā
- إِذَا
- when
- যখন
- yaghshā
- يَغْشَىٰ
- it covers
- আচ্ছন্ন করে
Transliteration:
Wallaili izaa yaghshaa(QS. al-Layl:1)
English Sahih International:
By the night when it covers (QS. Al-Layl, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ রাতের যখন তা (আলোকে) ঢেকে দেয়, (আল লায়ল, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
শপথ রাত্রির, যখন তা আচ্ছন্ন করে।[১]
[১] অর্থাৎ, দিগন্তে ছেয়ে যায় এবং তার ফলে দিনের আলো বিলীন হয়ে যায় ও অন্ধকার নেমে আসে।
Tafsir Abu Bakr Zakaria
শপথ রাতের, যখন সে আচ্ছন্ন করে,
সূরা সম্পর্কিত তথ্যঃ
এ সূরা দিয়ে সালাত আদায় করার কথাও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আয রাদিয়াল্লাহু আনহুকে বলেছিলেন। [বুখারী;৭০৫, মুসলিম; ৪৬৫]
Tafsir Bayaan Foundation
কসম রাতের, যখন তা ঢেকে দেয়।
Muhiuddin Khan
শপথ রাত্রির, যখন সে আচ্ছন্ন করে,
Zohurul Hoque
ভাবো রাত্রির কথা, যখন তা ঢেকে দেয়,