Skip to content

কুরআন মজীদ সূরা আশ-শামস আয়াত ২

Qur'an Surah Ash-Shams Verse 2

আশ-শামস [৯১]: ২ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ

وَالْقَمَرِ اِذَا تَلٰىهَاۖ (الشمس : ٩١)

wal-qamari
وَٱلْقَمَرِ
And the moon
শপথ চাঁদের
idhā
إِذَا
when
যখন
talāhā
تَلَىٰهَا
it follows it
তার পিছে আসে

Transliteration:

Wal qamari izaa talaa haa (QS. aš-Šams:2)

English Sahih International:

And [by] the moon when it follows it (QS. Ash-Shams, Ayah ২)

তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):

শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে, (আশ-শামস, আয়াত ২)

Tafsir Ahsanul Bayaan

শপথ চন্দ্রের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয়। [১]

[১] অর্থাৎ, যখন সূর্যাস্তের পরে পরেই চন্দ্র উদয় হয়। যেমন, মাসের প্রথম পক্ষে হয়ে থাকে।

Tafsir Abu Bakr Zakaria

শপথ চাঁদের, যখন তা সূর্যের পর আবির্ভূত হয় [১] ,

[১] অর্থাৎ শপথ চন্দ্রের যখন তা সূর্যের অনুসরণ করে, সূর্যের পর আসে। এর অর্থ এই হতে পারে যে, যখন চন্দ্র সূর্যাস্তের পরপরেই উদিত হয়। মাসের মধ্যভাগে এরূপ হয়। তখন চন্দ্র প্রায় পরিপূর্ণ অবস্থায় থাকে। [কুরতুবী]

Tafsir Bayaan Foundation

কসম চাঁদের, যখন তা সূর্যের অনুগামী হয়।

Muhiuddin Khan

শপথ চন্দ্রের যখন তা সূর্যের পশ্চাতে আসে,

Zohurul Hoque

আর চন্দ্রের কথা যখন সে তার কিরণ ধার করে,