কুরআন মজীদ সূরা আশ-শামস আয়াত ১
Qur'an Surah Ash-Shams Verse 1
আশ-শামস [৯১]: ১ ~ শব্দ অনুবাদ দ্বারা শব্দ
وَالشَّمْسِ وَضُحٰىهَاۖ (الشمس : ٩١)
- wal-shamsi
- وَٱلشَّمْسِ
- By the sun
- শপথ সূর্যের
- waḍuḥāhā
- وَضُحَىٰهَا
- and its brightness
- এবং তার কিরণের
Transliteration:
Wash shamsi wa duhaa haa(QS. aš-Šams:1)
English Sahih International:
By the sun and its brightness (QS. Ash-Shams, Ayah ১)
তাফসীর তাইসীরুল কুরআন (Taisirul Quran):
শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের, (আশ-শামস, আয়াত ১)
Tafsir Ahsanul Bayaan
শপথ সূর্যের এবং তার (দিনের প্রথম ভাগের) কিরণের। [১]
[১] চাশতের সময় অথবা সূর্যের কিরণের কসম। অথবা 'য্বুহা' বলতে দিনকে বোঝানো হয়েছে। অর্থাৎ, সূর্য এবং দিনের কসম।
Tafsir Abu Bakr Zakaria
শপথ সূর্যের এবং তার কিরণের [১] ,
সূরা সম্পর্কিত তথ্যঃ
এ সূরা দিয়ে সালাত আদায় করার কথাও রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মু‘আয রাদিয়াল্লাহু ‘আনহুকে বলেছিলেন। [বুখারী; ৭০৫, মুসলিম; ৪৬৫]
----------------
[১] এখানে ضحى শব্দটি شمس এর বিশেষণ। এ শব্দের কয়েকটি অর্থ হতে পারে। একটি অর্থ হলো দিন, দিনের প্রথমভাগ। [মুয়াসসার, তাবারী] এর আরেকটি অর্থ হতে পারে, তা হলো, আর শপথ সূর্যের কিরণ বা আলোর। [সা‘দী, জালালাইন]
Tafsir Bayaan Foundation
কসম সূর্যের ও তার কিরণের।
Muhiuddin Khan
শপথ সূর্যের ও তার কিরণের,
Zohurul Hoque
ভাবো সূর্যের আর তার সকাল বেলাকার কিরণের কথা,