Skip to content

সূরা আশ-শামস - Page: 2

Ash-Shams

(aš-Šams)

১১

كَذَّبَتْ ثَمُوْدُ بِطَغْوٰىهَآ ۖ ١١

kadhabat
كَذَّبَتْ
মিথ্যারোপ করেছিল
thamūdu
ثَمُودُ
সামূদ জাতি
biṭaghwāhā
بِطَغْوَىٰهَآ
তার অবাধ্যতাবশতঃ
সামূদ জাতি সীমালঙ্ঘন ক’রে (তাদের নবীকে মেনে নিতে) অস্বীকার করেছিল। ([৯১] আশ-শামস: ১১)
ব্যাখ্যা
১২

اِذِ انْۢبَعَثَ اَشْقٰىهَاۖ ١٢

idhi
إِذِ
যখন
inbaʿatha
ٱنۢبَعَثَ
(তৎপর হয়ে)উঠলো
ashqāhā
أَشْقَىٰهَا
তার সবচেয়ে হতভাগা ব্যক্তি
যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথা চাড়া দিয়ে উঠল। ([৯১] আশ-শামস: ১২)
ব্যাখ্যা
১৩

فَقَالَ لَهُمْ رَسُوْلُ اللّٰهِ نَاقَةَ اللّٰهِ وَسُقْيٰهَاۗ ١٣

faqāla
فَقَالَ
অতঃপর বললো
lahum
لَهُمْ
তাদেরকে
rasūlu
رَسُولُ
রাসূল
l-lahi
ٱللَّهِ
আল্লাহর
nāqata
نَاقَةَ
"(সাবধান)উষ্ট্রীকে
l-lahi
ٱللَّهِ
আল্লাহর (স্পর্শ করো না)
wasuq'yāhā
وَسُقْيَٰهَا
ও তার পানি পান করায় (বাধা দিও না)"
তখন আল্লাহর রাসূল (সালিহ) তাদেরকে বলল, ‘এটা আল্লাহর উটনি, একে পানি পান করতে বাধা দিও না। ([৯১] আশ-শামস: ১৩)
ব্যাখ্যা
১৪

فَكَذَّبُوْهُ فَعَقَرُوْهَاۖ فَدَمْدَمَ عَلَيْهِمْ رَبُّهُمْ بِذَنْۢبِهِمْ فَسَوّٰىهَاۖ ١٤

fakadhabūhu
فَكَذَّبُوهُ
কিন্তু তারা তাকে মিথ্যা ভাবলো
faʿaqarūhā
فَعَقَرُوهَا
অতঃপর তারা তাকে হত্যা করলো
fadamdama
فَدَمْدَمَ
ফলে ধ্বংস করে দিলেন
ʿalayhim
عَلَيْهِمْ
তাদেরকে
rabbuhum
رَبُّهُم
তাদের রব
bidhanbihim
بِذَنۢبِهِمْ
তাদের পাপের জন্য
fasawwāhā
فَسَوَّىٰهَا
অতঃপর তাদেরকে (মাটি) সমান করে দিলেন
কিন্তু তারা রসূলের কথা অগ্রাহ্য করল এবং উটনির পায়ের রগ কেটে দিল। শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন। ([৯১] আশ-শামস: ১৪)
ব্যাখ্যা
১৫

وَلَا يَخَافُ عُقْبٰهَا ࣖ ١٥

walā
وَلَا
এবং না
yakhāfu
يَخَافُ
ভয় করেন তিনি
ʿuq'bāhā
عُقْبَٰهَا
তাঁর (কাজের) পরিণতির
আর তিনি (তাঁর এ কাজের) কোন খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না। ([৯১] আশ-শামস: ১৫)
ব্যাখ্যা