Skip to content

সূরা আশ-শামস - শব্দ দ্বারা শব্দ

Ash-Shams

(aš-Šams)

bismillaahirrahmaanirrahiim

وَالشَّمْسِ وَضُحٰىهَاۖ ١

wal-shamsi
وَٱلشَّمْسِ
শপথ সূর্যের
waḍuḥāhā
وَضُحَىٰهَا
এবং তার কিরণের
শপথ সূর্যের ও তার (উজ্জ্বল) কিরণের, ([৯১] আশ-শামস: ১)
ব্যাখ্যা

وَالْقَمَرِ اِذَا تَلٰىهَاۖ ٢

wal-qamari
وَٱلْقَمَرِ
শপথ চাঁদের
idhā
إِذَا
যখন
talāhā
تَلَىٰهَا
তার পিছে আসে
শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে, ([৯১] আশ-শামস: ২)
ব্যাখ্যা

وَالنَّهَارِ اِذَا جَلّٰىهَاۖ ٣

wal-nahāri
وَٱلنَّهَارِ
শপথ দিনের
idhā
إِذَا
যখন
jallāhā
جَلَّىٰهَا
তাকে প্রকাশ করে
শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে, ([৯১] আশ-শামস: ৩)
ব্যাখ্যা

وَالَّيْلِ اِذَا يَغْشٰىهَاۖ ٤

wa-al-layli
وَٱلَّيْلِ
শপথ রাতের
idhā
إِذَا
যখন
yaghshāhā
يَغْشَىٰهَا
তাকে ঢেকে ফেলে
শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয়, ([৯১] আশ-শামস: ৪)
ব্যাখ্যা

وَالسَّمَاۤءِ وَمَا بَنٰىهَاۖ ٥

wal-samāi
وَٱلسَّمَآءِ
শপথ আকাশের
wamā
وَمَا
এবং যিনি
banāhā
بَنَىٰهَا
তা তৈরি করেছেন
শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তাঁর, ([৯১] আশ-শামস: ৫)
ব্যাখ্যা

وَالْاَرْضِ وَمَا طَحٰىهَاۖ ٦

wal-arḍi
وَٱلْأَرْضِ
শপথ পৃথিবীর
wamā
وَمَا
এবং যিনি
ṭaḥāhā
طَحَىٰهَا
তা বিস্তৃত করেছেন
শপথ যমীনের আর সেটা যিনি বিছিয়েছেন তাঁর, ([৯১] আশ-শামস: ৬)
ব্যাখ্যা

وَنَفْسٍ وَّمَا سَوّٰىهَاۖ ٧

wanafsin
وَنَفْسٍ
শপথ মানুষের
wamā
وَمَا
এবং যিনি
sawwāhā
سَوَّىٰهَا
তাকে সুঠাম করেছেন
শপথ প্রাণের আর তাঁর যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন, ([৯১] আশ-শামস: ৭)
ব্যাখ্যা

فَاَلْهَمَهَا فُجُوْرَهَا وَتَقْوٰىهَاۖ ٨

fa-alhamahā
فَأَلْهَمَهَا
অতঃপর তাকে জ্ঞান দিয়েছেন
fujūrahā
فُجُورَهَا
তার মন্দকাজ
wataqwāhā
وَتَقْوَىٰهَا
ও তার তাকওয়া (সম্পর্কে )
অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎকর্মের জ্ঞান দান করেছেন। ([৯১] আশ-শামস: ৮)
ব্যাখ্যা

قَدْ اَفْلَحَ مَنْ زَكّٰىهَاۖ ٩

qad
قَدْ
নিশ্চয়ই
aflaḥa
أَفْلَحَ
সফল হলো
man
مَن
যে
zakkāhā
زَكَّىٰهَا
তাকে পবিত্র করলো
সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে। ([৯১] আশ-শামস: ৯)
ব্যাখ্যা
১০

وَقَدْ خَابَ مَنْ دَسّٰىهَاۗ ١٠

waqad
وَقَدْ
এবং নিশ্চয়ই
khāba
خَابَ
ব্যর্থ হলো
man
مَن
যে
dassāhā
دَسَّىٰهَا
তাকে কলুষিত করলো
সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলূষিত করেছে। ([৯১] আশ-শামস: ১০)
ব্যাখ্যা